English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:৫৫

এবার ১৫ মিনিটেই ফুলচার্জ হবে মোবাইল!

অনলাইন ডেস্ক
এবার ১৫ মিনিটেই ফুলচার্জ হবে মোবাইল!

 

মাত্র ১৫ মিনিটে জিরো থেকে ফুলচার্জ হয়ে যাবে স্মার্টফোন। স্মার্ট ফোন চার্জ করার এমনই এক অভিনব মোবাইল চার্জার সামনে আনল চিনা মোবাইল সংস্থা অপ্পো। তাদের দাবি, স্মার্টফোন ফুলচার্জ করার জন্য এই মুহূর্তে এটিই বিশ্বের সবথেকে দ্রুততম প্রযুক্তি।

কোয়ালকম ‘কুইক চার্জ ৩.০’ প্রযুক্তির চার্জার দিয়ে ৩৫ মিনিটেই স্মার্ট ফোনের ব্যাটারি আশি শতাংশ চার্জ করা যেত। কিন্তু নতুন প্রযুক্তির চার্জার তার থেকেও অনেক দ্রুত স্মার্টফোন চার্জ করতে পারবে।

বার্সালোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে ‘সুপারভোক’ প্রযুক্তির এই চার্জার উন্মোচন করেছে ওই সংস্থা। তাদের দাবি, এই প্রযুক্তিতে মাত্র পনেরো মিনিটে ২৫০০ এমএএইচ-এর একটি মোবাইল ব্যাটারি জিরো থেকে ফুল চার্জ করা যাবে। শুধু তাই নয়, মাত্র পাঁচ মিনিট চার্জ করলেই দশ ঘণ্টার টক টাইম পাওয়া যাবে।অপ্পো ব্র্যান্ড ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের মোবাইলেও এই ‘সুপারভোক’ চার্জার কাজ করবে।

চলতি বছরের এপ্রিলেই ভারতে তাদের নতুন ফোন ‘এফ-ওয়ান প্লাস’ লঞ্চ করতে চলেছে অপ্পো।