English Version
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৩১

রোবট হতে যাচ্ছে শয্যাসঙ্গী!

অনলাইন ডেস্ক
রোবট হতে যাচ্ছে শয্যাসঙ্গী!

 

সম্পদশালী নারী-পুরুষদের মাঝে  ইদানিং ক্রেতাদের মধ্যে ফ্রি-রোবট সেক্সের চাহিদা বাড়ছে। আগামী ১০ বছরের মধ্যে নাকি রোবটই হবে সাধারণ মানুষের সেক্স পার্টনার। অবাক হচ্ছেন? হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু এমনই ভবিষ্যতবাণী করেছেন চিকিত্সক ইয়ান পিয়ারসন। তার দাবি, আগামী ১০ বছরের মধ্যেই দেশে, বিদেশে মধ্যবিত্ত বাড়িতেও স্পেশালাইসড রোবটের সংখ্যা বাড়বে। যারা গাড়ি তৈরি, বাড়ি পরিষ্কারের পাশাপাশি মানুষকে যৌন আনন্দও দেবে।

সম্প্রতি পতিতালয় বা স্ট্রিপ ক্লাবেও খদ্দেরদের জন্য রোবট রাখার পরিকল্পনা রয়েছে। এর দাম এখন সাধ্যের মধ্যে। বাজারের চাহিদার কথা মাথায় রেখে আরও কম দামে সেক্স রোবট তৈরি করছেন বিক্রেতারা। এই রোবটরা যৌন মিলনের সময় মানুষকে কথা বলে বা বিভিন্ন রকম আওয়াজ করেও আনন্দ দেবে। বিদেশের বাজারে এই ধরনের রোবটের দাম ৩০-৬০ হাজার ডলার।

কী ভাবে সেক্স রোবট অর্ডার দেন ক্রেতারা?

• সেক্স রোবটের চেহারা প্রথম দেখেন ক্রেতারা।

• এর পর রোবটের ত্বক, চুল, যৌন অঙ্গসমূহ এমনকী চোখের মণির রঙও নিজের খুশি মতো পছন্দ করেন তারা।

• রোবটের গলার স্বরের মধ্যেও পছন্দের মানুষকেই খোঁজেন ক্রেতারা।       

সমাজে সেক্স রোবটের চাহিদা বৃদ্ধির খারাপ দিক:

• সেক্স রোবট কখনও মানুশকে সম্পূর্ণ যৌন তৃপ্তি দিতে পারবে না। ফলে মানুষের মধ্যে হতাশা বাড়তে পারে।

• সিনেমা দেখে যাদের মধ্যে এই প্রবণতা তৈরি হয়েছে বাস্তবে তারা সেক্স রোবট ব্যবহার করতে গিয়ে হতাশ হবেন।

• সেক্স রোবট ব্যবহার করলে ভবিষ্যতে মানুষের মধ্যে সম্পর্কের আরও অবনতি হবে।