English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৫৭

মহাকাশে এবার অত্যাধুনিক 'মানব রোবট’ পাঠাচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক
মহাকাশে এবার অত্যাধুনিক 'মানব রোবট’ পাঠাচ্ছে রাশিয়া

 

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস-এ রোবট নভোচারী পাঠানোর পরিকল্পনা নিচ্ছে রাশিয়া। মহাকাশে নভোচারীর বদলে এই রোবট নভোচারী দিয়ে বিপদজনক পরীক্ষা চালাবে রাশিয়া। এই রোবট নভোচারী মহাকাশে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারবে। এ ছাড়া, মানুষের নজরদারি এবং নিয়ন্ত্রণের আওতায় থেকেও কাজ করবে এই রোবট। এরইমধ্যে দু’টি রোবট নভোচারীর সামরিক সংস্করণ পরীক্ষামূলভাবে বানানো হয়েছে এবং পরীক্ষা চালানো হয়েছে। ফিওদোর নামের রোবট নভোচারীর মানুষের মতই মাথা, বাহু এবং দেহ আছে। ফিওদোর’কে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। এজন্য নিয়ন্ত্রণকারীকে বিশেষ পোশাক পরতে হয় এবং তিনি যে অঙ্গভঙ্গি করবেন তাই হুবহু নকল করবে ফিওদোর। একজন সাধারণ নভোচারীর পক্ষে সাত থেকে আট ঘণ্টার বেশি মহাকাশে ঘুরে বেরানো সম্ভব নয়। কিন্তু রোবট নভোচারী অবিরাম ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন বা মাসের পর মাস মহাশূন্যে ঘুরে বেড়াতে পারে।