English Version
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৪৬

৩৫% চার্ষ কমালো ব্রডব্যান্ড নেটে

অনলাইন ডেস্ক
৩৫% চার্ষ কমালো ব্রডব্যান্ড নেটে

একুশে ফেব্রুয়ারি রবিবার থেকে ব্রডব্যান্ড ইন্টারনেটের বিভিন্ন প্যাকেজের দাম ৩৫ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। 

শনিবার বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিটিসিএলের টেলিফোনে ‘কথা বলা ও একইসাথে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার’ এর সুবিধাসহ বিকিউব (এডিএসএল) সেবার বিভিন্ন প্যাকেজের দামে এ পরিবর্তন আনা হচ্ছে।  দাম কমানোর পর ২৫৬ কেবিপিএস স্পিডের ‘বিকিউব ইনফিনিটি-২৫৬’ প্যাকের দাম এখন হবে ৩০০ টাকা, যা আগে ৪৫০ টাকা ছিল। একইভাবে ‘বিকিউব ইনফিনিটি ৫১২’ এর দাম ৭৫০ টাকা থেকে ৫০০ টাকা, ‘বিকিউব ইনফিনিটি ১০০০’ প্যাকেজ ১১৫০ টাকা থেকে ৭০০ টাকা, ‘বিকিউব ইনফিনিটি ১৫০০’  প্যাকেজ ১৬০০ টাকা থেকে ১০০০ টাকা করা হয়েছে। সব প্যাকেজের সঙ্গে ১৫ শতাংশ মূসক প্রযোজ্য।

আবার এসব প্যাকেজের ডেটা লিমিট থাকছে না। সেই সঙ্গে ‘ডেটা লিমিট বা ভলিউম বেজড’ আগের সব প্যাকেজ বিলুপ্ত হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।