English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:১৮

গুগলে যুক্ত ১৩ ভাষার অনুবাদ

অনলাইন ডেস্ক
গুগলে যুক্ত ১৩ ভাষার অনুবাদ
গুগল ট্রান্সলেটে আরো নতুন ১৩টি ভাষায় অনুবাদের সুবিধা যুক্ত হয়েছে। এর ফলে এখন থেকে বিশ্বের ১০৩টি ভাষায় অনুবাদ করা যাবে। গুগল ট্রান্সলেটে যুক্ত হওয়া নতুন ১৩টি ভাষা হলো আমহেরিক (ইথিওপিয়া), ফ্রিসিয়ান (নেদারল্যান্ড, জার্মানি), কিরগিজ (কিরগিজস্তান), হাওয়াইন (হাওয়াই), কুর্দিশ (তুরস্ক, ইরাক, ইরান, সিরিয়া), সিন্ধ (ভারত, পাকিস্তান), পাস্তো (আফগানিস্তান, পাকিস্তান), জোসা (দক্ষিণ আফ্রিকা) উল্লেখযোগ্য।