English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:১৪

মাত্র ২৫১ টাকায় স্মার্টফোন!!

অনলাইন ডেস্ক
মাত্র ২৫১ টাকায় স্মার্টফোন!!

 

স্মার্টফোন তাও মাত্র ২৫১ টাকায়! দাম শুনে মাথা ঘুরে গেছে নিশ্চই? তবে জানিয়ে দেই ঘটনা শতভাগ সত্য। ভারতীয় কোম্পানি রিংগিং বেলস প্রাইভেট লিমিটেড সেদেশের বাজারে এনেছে এমনি এক স্মার্টফোন। ভারতীয় মুদ্রায় যার দাম মাত্র ২৫১ টাকা ! এক কেজি খাসির মাংসের থেকেও দাম কম!

তাহলে জেনে নিন ২৫১ টাকার সেই স্মার্টফোন সম্বন্ধে কিছু তথ্য।

১) রংগিং কোম্পানি এই মোবাইলটির নাম দিয়েছে ‘ফ্রিডম ২৫১’। মনে করা হচ্ছে, পৃথিবীর সবথেকে কম দামী ফোন হতে চলেছে ‘ফ্রিডম ২৫১’।

২) ফোনটিতে রয়েছে, ৪ ইঞ্চি ডিসপ্লে, ১.৩ গিগা হার্টজ কোয়াড-কোর প্রসেসর, ১ জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৩.২ রেয়ার ক্যামেরা, ০.৩ ফ্রন্ট ক্যামেরা এবং ১৪৫০ এমএএইচ ব্যাটারি।

৩) বুধবার দিল্লির এই কোম্পানি লঞ্চ করতে চলেছে ফ্রিডম ২৫১। মোবাইল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মনোহর পারিকর, ডঃ মুরলি মনোহর জোশী।

৪) অনেকটাই সরকারি সহযোগিতায় তৈরি করা হয়েছে এই ফ্রিডম ২৫১।

অনেকেই মনে করছেন, মোদীর মেক ইন ইন্ডিয়া স্লোগানের সাফল্য প্রচারে বড় হাতিয়ার হবে এই আড়াইশো টাকার স্মার্টফোন। তবে অন্য আশঙ্কাও আছে। বিগত সরকারের সস্তার ‘আকাশ ট্যাবলেট’ প্রচারে যত গর্জেছিল, সাফল্যে ততটা বর্ষায়নি। এ ক্ষেত্রেও তেমনটা হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েই গেছে।