English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:১৯

ভবিষ্যতের বিল গেটস বাংলাদেশেই তৈরি হবে

নিজস্ব প্রতিবেদক
ভবিষ্যতের বিল গেটস বাংলাদেশেই তৈরি হবে
 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেছেন, দেশের তরুণরা ক্রিকেটসহ নানা বিষয়ে বিশ্বজয় করেছেন। এখন প্রযুক্তিতেও বিশ্বজয় করবে। ভবিষ্যতের বিল গেটস, মার্ক জুকারবার্গ, স্টিভ জবসে মতো প্রোগ্রামার বাংলাদেশেই তৈরি হবে।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাওয়া ‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৬’ উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্দেশ্য শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে উদ্বুদ্ধ করা উল্লেখ করে তিনি বলেন, ‘এবারের আয়োজনে ৫০০টি উপজেলা ও থানায় প্রচারণামূলক অ্যাক্টিভেশন, মেন্টরস ট্রেনিং, ফেসিলেটর কর্মশালা, ৬৪টি জেলায় কর্মশালা, অনলাইন মেন্টরশিপ ও ফোরামে আলোচনা, ১৬টি আঞ্চলিক প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা, জাতীয় প্রোগ্রামিংও কুইজ প্রতিযোগিতা এবং জাতীয় প্রোগ্রামিং ক্যাম্প থাকছে।’

বাংলাদেশ ওপেন সোর্সে নেটওয়ার্কের কারিগরি, ইভেন্ট ও নলেজ সহায়তায় এ প্রতিযোগিতার পরামর্শক হিসেবে থাকছেন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

প্রতিযোগিতার বিচারিক কাজে ব্যবহার ‍করা হবে সার্চইঞ্জিন জাজের কোড মার্শাল। প্রতিযোগিতায় আগ্রহীদের যেকোনো প্রশ্নের উত্তর দিয়ে ইতোমধ্যে www.nhspc.org-তে চালু করা হয়েছে ২টি অনলাইন ফোরাম। আঞ্চলিক প্রতিযোগিতাগুলো আগামী ৬ মার্চ থেকে শুরু হয়ে ৩ এপ্রিলের মধ্যে শেষ হবে। আঞ্চলিক প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে ৯ এপ্রিল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

মূল প্রোগ্রামিং অনুষ্ঠানের পাশাপাশি জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি), সেকেন্ডারি (নবম থেকে এসএসসি) ও হায়ার সেকেন্ডারি (একাদশ শ্রেণি থেকে এইচএসসি) ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার আয়োজন করছে আইসিটি ডিভিশন, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড।