English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:২১

জেনে নিন ফেসবুকের আপকামিং ফিচারগুলি

অনলাইন ডেস্ক
জেনে নিন ফেসবুকের আপকামিং ফিচারগুলি

 

লাইক-কমেন্ট-শেয়ার ফেসবুকের যেকোন পোস্টে সাধারণত এই তিনটি বাটনই দেখতে পান ব্যাবহারকারীরা। কিন্তু এবার এর সাথে আরও দুটি বাটন যুক্ত হতে চলেছে। বাটন দুটির নাম “Want” এবং “Collect”। এভাবেই নি:শব্দে ই-কমার্সে প্রবেশ করতে যাচ্ছে ফেসবুক।

গতবছর কয়েকটি দেশের ব্যাবহারকারীদের জন্য পরীক্ষামুলকভাবে এই বাটনদুটি যুক্ত করা হয়েছিল। এই একশ কোটির বেশী ব্যাবহারকারী সম্বলিত ফেসবুক যেকোন বিপনন প্রতিষ্ঠানের কাছেই লোভনীয়। আর এখানেই বাজিমাত করেছে ফেসবুক। ভিক্টোরিয়াস সিক্রেট, ফ্যব, ওয়ে ফেয়ার –এর মতো বিশ্বখ্যাত সংস্থাগুলি ফেসবুকের সাথে হাত মিলিয়েছে। তাদের নিজস্ব অ্যালবাম ও তৈরি করা হয়েছে যা ব্যাবহারকারীদের পেইজে দেখা যাবে।

কালেকশন নাম আলাদা একটি ফিচারের মধ্যে এই অ্যালবাম থাকবে বলে ফেসবুক জানিয়েছে। এখানে প্রোডাক্টের যাবতীয় তথ্য দেয়া থাকবে। এই ওয়ান্ট বাটন ক্লিক করে ব্যাবহারকারী পণ্য তাদের উইশলিস্টে যুক্ত করতে পারবেন। সেখানে যদি ক্রেতার কোন জিনিস পছন্দ হয় তবে এই কালেক্ট বাটন ব্যাবহার করে সেটা সরাসরি কিনেও ফেলতে পারবেন। এবং প্রতিটি কেনাকাটা থেকে ফেসবুক তার লভ্যাংশ পাবে। আর এই ব্যাবসা যত বিস্তৃত হবে ততই বিজ্ঞাপন বাড়বে এবং বেড়ে যাবে ফেসবুকের আয়।