English Version
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:১১

কুয়াশায় বিমান উঠানামা বিঘ্নিত

নিজস্ব প্রতিবেদক
কুয়াশায় বিমান উঠানামা বিঘ্নিত

ঘন কুয়াশার ‍কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠানামায় সমস্যা হচ্ছে। গতরাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর ও নেপালের কাঠমান্ডু থেকে ছেড়ে আসা তিনটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে  পারেনি। পরে এ তিনটি ফ্লাইট দিবাগত রাত ১২টার পর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এপিবিএন’র এএসপি নুরে আলম ছিদ্দিকী বিয়টি নিশ্চিত করেছেন।

নুরে আলম ছিদ্দিকী বলেন, 'রিজেন্ট এয়ারওয়েজের কুয়ালালামপুর থেকে আসা একটি ফ্লাইট রাত ১২টা ৬ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। এরপর রাত ১২টা ১১ মিনিটে কাঠমান্ডু থেকে এবং ১২টা ২৯ মিনিটে কুয়ালালামপুর থেকে আসা মালিন্দ এয়ারের দুটি ফ্লাইটও সেখানে অবতরণ করে।

ফ্লাইটগুলো ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে তা সম্ভব হয়নি।