English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:৫৯

বিশ্বের দ্রুততম ইলেকট্রিক বুলেট কার

অনলাইন ডেস্ক
বিশ্বের দ্রুততম ইলেকট্রিক বুলেট কার

 

২০১০ সালে বিশ্বের দ্রুততম বুলেট গাড়ির রেকর্ড তৈরি করেছিল ভেনচুরি অটোমোবাইলসের তেসলার ‘ইনসেন মোড’। গতিবেগই ছিল ঘন্টায় ৩০৭ মাইল। এবার সেই রেকর্ডকে ভাঙতে চলেছে ভেনচুরি অটোমোবাইলসেরই তৈরি ইলেকট্রিক বুলেট কার উথার বোনেভিলেরর ‘সল্ট ফ্ল্যাটস’। এই নতুন গাড়ির গতিবেগ ঘন্টায় ৩৭২ মেইল। শূণ্য থেকে ৬০ কিলোমিটারে পৌঁছতে এই গাড়ির সময় লাগে মাত্র ২ সেকেণ্ড। আগে এই দূরত্ব যেতে লাগত ৩.২ সেকেণ্ড। ভেনচুরির এই প্রোজেক্টে তাদের সঙ্গে কাজ করেছে ওহিও স্টেট ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ররা।

বুলেট গাড়ির প্রথম রেকর্ড তৈরি হয়েছিল ১৯৩৫ সালে। ম্যাল্কম ক্যাম্বেলের ব্লু বার্ডের গতি ছিল ঘন্টায় ৩০০ মেইল। ২০১০ সালে এই রেকর্ড ভাঙে ভেনচুরি অটোমোবাইলস। ১২ মিটার লম্বা আই বুলেট গাড়িটির  আটটি ব্যাটারিতে রয়েছে ২০০০টি সেল। এই ২০০০ সেল থেকে উৎপন্ন হয় প্রায় ৩ হাজার হর্সপাওয়ার শক্তি। বুলেট গাড়ি বানানো ছাড়াও ভেনচুরি এখন ফর্মুলা ই চ্যাম্পিয়নশিপের গাড়ি বানানোর কাজও করছে। ইলেকট্রিক বুলেট কারের অভিজ্ঞতাকে তারা কাজে লাগাতে চায় বিভিন্ন মোটর স্পোর্টে।