English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:৪৩

ই-টেন্ডার চালু হচ্ছে এক’শ প্রতিষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক
ই-টেন্ডার চালু হচ্ছে এক’শ প্রতিষ্ঠানে

অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে চালু হয়েছে ই-টেন্ডারিং। কিন্তু ই-টেন্ডারিং পরিধি না বাড়াতে এ কার্ষক্রম সামান্য অর্থের ঘরে পড়ে আছে। যা বর্তমান হিসেবে ৫০ কোটি টাকার নিচের কাজের ক্ষেত্রে চালু রয়েছে।

এরই ধারাবহিকতায় পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতায় সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) সহায়তায় প্রাথমিকভাবে ১০০টি সরকারি প্রতিষ্ঠানের বড় কেনাকাটায় ই-টেন্ডার চালু হচ্ছে। আগামী মার্চ মাস থেকে এটি চালু হতে যাচ্ছে।

এ বিষয়ে মঙ্গলবার পরিকল্পনা কমিশনে মন্ত্রিপরিষদ বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন।

সিপিটিইউ- এর মহাপরিচালক ফারুক হোসেন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইএমইডি সচিব মোহাম্মদ শহীদউল্লা খন্দকার, পরিকল্পনা কমিশনের সদস্য আবদুল মান্নান এবং বিশ্বব্যাংক প্রতিনিধি জাফরুল ইসলাম বক্তব্য দেন।