English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:২৮

মেট্রোরেলের শব্দ নিয়ন্ত্রণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হবে

নিজস্ব প্রতিবেদক
মেট্রোরেলের শব্দ নিয়ন্ত্রণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হবে

মেট্রোরেলের শব্দ নিয়ন্ত্রণে রেলট্র্যাকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে ‘এক্সসেলেন্স ইন ইঞ্জিনিয়ারিং ইন সাসটেইনএবল ডেভোলপমেন্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, মেট্রোরেলের শব্দ নিয়ন্ত্রণে রেলট্র্যাকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এতে শব্দদূষণের মাত্রা কমে আসবে।জাইকার অর্থায়নে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী জেলাসমূহের জন্য প্রণীত কৌশলগত পরিকল্পনা বা এসটিপি সংশোধনের কাজ চলছে। ইতোমধ্যে এর খসড়া চূড়ান্ত করা হয়েছে।

তিনি বলেন, আগামী মার্চ মাসে সংশোধিত এসটিপি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এসটিপি অনুমোদিত হলে গাবতলী থেকে ভাটারা এবং এয়ারপোর্ট থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত আরও দুইটি মেট্রোরেল রুট নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আইনুন নিশাত। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন প্রকৌশলী কবির আহমদ এবং প্রকৌশলী আব্দুস সবুর।