English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৪২

এ্যাপের দ্বারা জেনে নিন কে আপনাকে আনফ্রেন্ড করছে

অনলাইন ডেস্ক
এ্যাপের দ্বারা জেনে নিন কে আপনাকে আনফ্রেন্ড করছে

 

ফেসবুকে তো আর বন্ধুর অভাব নেই। এর মধ্যে কেউ যদি আপনাকে আনফ্রেন্ড করে তবে তার তাৎক্ষণিক খোঁজ পাওয়া বেশীরভাগ ক্ষেত্রেই সম্ভব না। হঠাৎ একদিন দেখা যায় যে কোন বন্ধু আপনাকে আনফ্রেন্ড করেছে। ফেসবুকে কাউকে ‘আনফ্রেন্ড’ করা হয়েছে কিনা তা সহজে জানা যেত না। আর এই কাজটিই সহজ করতে এবার বিশেষ একটি অ্যাপ আনা হয়েছে। এ্যাপটির নাম 'হু ডিলিটেড মি অন ফেসবুক' । প্রাথমিক অবস্থায় অ্যাপটি শুধু আইওএস ব্যবহারকারীদের বন্ধু তালিকা চেক করে দেখার সুবিধা দেবে বলে জানিয়েছে দ্য নেক্সট ওয়েব।   কেউ ‘আনফ্রেন্ড’ করলো কিনা এটা সব ব্যবহারকারী জানতে চায়। কিন্তু তা জানাটা খুব সহজ না। এ জন্য বন্ধু তালিকা ঘেঁটে দেখতে হয়। কিন্তু এতেও অল্প পরিচিত কোনো বন্ধু তার তালিকা থেকে ফেলে দিলে তা আর জানা হয়ে উঠে না। কে বা কারা বন্ধু তালিকায় আছে, কে বা কারা আনফ্রেন্ড করে দিলো, কে বা কারা ডি-অ্যাক্টিভেট থাকার পর আবার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করলো -এসব প্রশ্নের উত্তর দেবে অ্যাপটি। অ্যাপটি ব্যবহারকারীকে তার ফেসবুক বন্ধু তালিকা সম্পর্কে সব সময় আপডেট রাখবে। তবে এটি ফেসবুকের নিজস্ব কোনো অ্যাপ না। এটি অনেকটা টুইটার অ্যাপ ‘হু আন-ফলোয়ড মি’র মতো।