English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:০২

আর স্পর্শ নয়, ইঙ্গিতেই কথা শুনবে মোবাইল ফোন!

অনলাইন ডেস্ক
আর স্পর্শ নয়, ইঙ্গিতেই কথা শুনবে মোবাইল ফোন!

টাচ করতেও হবে না, ইঙ্গিতেই কথা শুনবে মোবাইল ফোন! এমন যাদুকরি আবিষ্কারের কথা মাথায় এসেছে বিজ্ঞানীদের।  খুব বেশি দেরি নেই, টাচস্ক্রিনও হয়ে যাচ্ছে পুরনো।  স্ক্রিনে আঙুল ঠেকাতেই হবে না, স্ক্রিনের উপরে আঙুলের চলন-বলন বুঝে নেবে আপনার মোবাইল ফোন।  টাইপ হয়ে যাবে আপনি যা লিখতে চাচ্ছেন।  খুলে যাবে ফোল্ডার বা অ্যাপ।

বিষয়টি কাল্পনিক মনে হলেও এমনটাই হতে চলেছে। নতুন এই প্রযুক্তির নাম ‘প্রক্সিমিটি অ্যান্ড মাল্টিটাচ সেন্সর ডিটেকশন অ্যান্ড ডিমডিউলেশন’ টেকনোলজি। এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন অ্যাপেল-এর বিজ্ঞানীরা।

জানা গেছে , ইনফ্রারেড এলইডি এবং ফোটোডায়োডের মাধ্যমে শুধু আঙুল নয়, হাতের বা অন্য যেকোনো বস্তু ‌যা স্ক্রিনের খুব কাছাকাছি থাকবে তাকে সনাক্ত করবে এই বিশেষ প্রযুক্তি। আঙুল কী বলতে চায় তা বুঝে নেবে। এই বিষয়টি অনেকটা হ্যারি পটারের জাদুকাঠি বোলানোর মতোই। তবে যাদুকরি জিনিসটি হাতে পেতে একটু অপেক্ষা করতে হবে আপনাদের।