English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:৫৬

২ সেকেন্ডে বিক্রি ৭০ হাজার স্মার্ট ফোন!

অনলাইন ডেস্ক
২ সেকেন্ডে বিক্রি ৭০ হাজার স্মার্ট ফোন!

অবিশ্বাস্য হলেও সত্যি! অনলাইনে মাত্র ২ সেকেন্ডে বিক্রি হল ৭০ হাজারটি স্মার্ট ফোন।সত্যি সেলুকাস কী বিচিত্র দেশ ভারত! ভারতের মানুষ দুধেভাতে না থাক স্মার্টফোনে-অ্যাপে অবশ্যই বাঁচে। না হলে মাত্র ২ সেকেন্ডে বিক্রি হতে পারে ৭০ হাজার স্মার্টফোন!

চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা লিইকো ‘এলই-১এস’ নামে একটি স্মার্ট ফোন নতুন লঞ্চ করেছে। সংস্থাটির দাবি, অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে মাত্র ২ সেকেন্ডে ৭০ হাজারটি  ‘এলই-১এস’ স্মার্ট ফোন বিক্রি হয়েছে। লিইকোর কর্মকর্তা অতুল জৈন জানান, এটি একটি নতুন রেকর্ড। মুহূর্তের মধ্যে ৭০ হাজার মোবাইল বিক্রি হওয়ায় আমরা খুশি।