English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:২৯

মটোরোলার নতুন স্মার্টফোন যা পড়ে গেলেও ভাঙ্গবে না

অনলাইন ডেস্ক
মটোরোলার নতুন স্মার্টফোন যা পড়ে গেলেও ভাঙ্গবে না

 

সামান্য একটু অসাবধানতায় হাত থেকে পড়ে চোখের সামনে ভেঙে চৌচির হয়ে যেতে পারে ৪০ হাজার টাকা দামের স্মার্টফোন। এমন দুর্ঘটনা যাতে আর না ঘটে তাই মোটোরোলা বাজারে আনছে ভারতের প্রথম ‘শ্যাটার প্রুফ’ স্মার্টফোন মো্টো এক্স ফোরস। মোটো এক্স সিরিজের এই নতুন ফোনে আছে ‘শ্যাটার শিল্ড টেকনোলজি’। শ্যাটার শিল্ড টেকনোলজি ফোনকে সব রকমের আঘাত থেকে বাঁচাবে। এর ফলে হাত থেকে পড়ে গেলেও ভয় নেই ভেঙে যাওয়ার বা স্ক্রিনে স্ক্র্যাচ হওয়ার। অন্তত চার বছর সব রকম আঘাত থেকে স্মার্টফোনকে বাঁচিয়ে রাখবে শ্যাটার শিল্ড টেকনোলজি।

অক্টোবর মাসেই এই ফোন  হাতে পেয়ে গিয়েছে আমেরিকা। এই মাস থেকে পাওয়া যাচ্ছে ভারতেও। সেখানে ৪০ হাজার টাকার মোটো এক্স ফোরস হাতে পেতে হলে অর্ডার করতে হবে ফ্লিপকার্ট বা আমাজনে। শীঘ্রই বাংলাদেশের বাজারে স্মার্টফোনটি পাওয়া যাবে বলে জানা গেছে।