English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৬ ২০:৪২

অনলাইন গণমাধ্যম নিবন্ধন সময় ফের বাড়ল

নিজস্ব প্রতিবেদক
অনলাইন গণমাধ্যম নিবন্ধন সময় ফের বাড়ল

অনলাইন গণমাধ্যম নিবন্ধনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দেওয়া যাবে। তথ্য অধিদফতর থেকে সরকারি এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

তথ্য বিবরণী মতে, ‘অনলাইন গণমাধ্যমের সংশ্লিষ্ট সাংবাদিকগণের অনুরোধে অনলাইন নিউজ প্রকাশনার নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে সরকার। ফেব্রুয়ারির ২৯ তারিখ পর্যন্ত নিবন্ধন ফরম তথ্য অধিদফতরে জমা দেওয়া যাবে।’ অনলাইন গণমাধ্যম নিবন্ধনের জন্য এর আগে ঘোষিত সময় ছিল ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রথমবার ১৫ ডিসেম্বর ২০১৫ সালের মধ্যে অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময় দেওয়া হয়েছিল।