ফেসবুকের নতুন নিয়মে যা করলে আপনার একাউন্ট ব্লক হবে

সারাদিন ফেসবুকে পড়ে থাকেন, ছবি পোস্ট করেন, লাইক-কমেন্টের বন্যা বইয়ে দেন। বন্ধুর অভাব নেই আপনার। তাদের ওয়ালে বা পোস্টে কমেন্ট করেন। বিভিন্ন পেইজে গিয়ে মন্তব্য করেন। চ্যাটিং তো আছেই। তবে স্বেচ্ছাচারিতার সুদিন ফুরিয়ে এসেছে। কারন ফেসবুক তার নতুন নিয়মে বেশ কঠোর কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। যা না মানলে বিনা নোটিশে আপনার একাউন্ট উধাও করে দেবে ফেসবুক। তাহলে দেখে নিন সেই নিয়মগুলি।
১. জাতি কিংবা লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য বা গালাগালি: কমেন্টের স্বাধীনতা শেষ। কারন স্বাধীনতার অপব্যাবহার হয় বেশী। এখন থেকে কমেন্ট হিসেব করে করবেন। কারন কোন জাতি বা লিঙ্গবৈষম্যমূলক কিছু লিখলে আপনার আইডি খতম। কাউকে গালাগালি করলেও একই পরিণতি হবে।
২. ‘বন্ধু চাই’ বিজ্ঞাপন: হরমেশাই দেখা যায় কিছু ব্যাক্তিত্বহীন লোক বিভিন্ন জনপ্রিয় ব্যাক্তি কিংবা পেইজের পোস্টে ‘বন্ধু চাই’ ‘বন্ধু হবে?’ জাতীয় কমেন্ট করে থাকেন। এমনকি গনহারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকেন। চিন্তার কোন কারন নেই। এখন এমন করলে সুন্দরভাবে আপনার একাউন্ট ব্লক হয়ে যাবে।
৩. এক পোস্ট বারবার: পোস্টে কিছুতেই লাইক পড়ছে না এই চিন্তায় এক পোস্টই বারবার দিয়ে চলছেন। এমনইভাবে দিনের মধ্যে পঞ্চাশবার একই পোস্ট করলে আপনি ব্লক হয়ে যাবেন। কারন ফেসবুক এক মেসেজ বারবার দেখলে সেটাকে স্প্যাম হিসেবে চিহ্নিত করে। নির্দিষ্ট কোন পেইজে বা পোস্টে যদি একই কাজ করেন তাহলেও একই পরিণতি হবে।
৪. লাইকের জন্য পাগল: এত এত পোস্ট করছেন অথচ লাইকের বন্যা বইছে না; এদিকে আপনার মনও ভরছে না। বন্ধুদের কাছে ইজ্জতের বারোটা বেজে যাচ্ছে ভেবে বাঁকা রাস্তায় চেষ্ঠা করলেন। লাইক কেনার জন্য বিভিন্ন ওয়েবসাইটে টাকা পয়সা দেয়া শুরু করলেন। সবাইকে চমকে দেয়ার জন্য আপনার অপেক্ষা শুরু হলো। কিন্তু এখন এমন করলে নিজেই চমকে গিয়ে দেখবেন আপনার আইডিটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ফেসবুক সেটা ব্লক করে দিয়েছে।