English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৬ ১৩:৫১

বৈদ্যুতিক যন্ত্রপাতি অন/অফ করবে মোবাইল ফোন: বাংলাদেশী বিজ্ঞানীর আবিস্কার

অনলাইন ডেস্ক
বৈদ্যুতিক যন্ত্রপাতি অন/অফ করবে মোবাইল ফোন: বাংলাদেশী বিজ্ঞানীর আবিস্কার

 

জামালপুরের মেলান্দহ উপজেলার অজপাড়াগায়ের বেকার যুবক মাহফুজুর রহমান বুদু (২৩)। লোকে বেকার বললেও এই তরুণের মেধা হলো নতুন কিছু উদ্ভাবনে। সেই সূত্র ধরেই মোবাইল ফোনের মাধ্যমে বহুদূর থেকেও নির্দিষ্ট কোনো বাড়ি-ঘর বা অফিসের বিদ্যুৎ সংযোগ চালু ও বন্ধ করার এক নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন তিনি। যা তাক লাগিয়ে দিয়েছে এলাকাবাসীকে।

মেলান্দহ উপজেলার চাকদহ চরপাড়া গ্রামের আ. হক ভাণ্ডারির পুত্র মাহফুজুর। দরিদ্র পরিবারে জন্ম নিলেও নতুন যন্ত্রপাতির সাথে তার ব্যাপক সখ্যতা। বেকার জীবনে ঘরে বসে মোবাইল নিয়ে গবেষণা করতে করতে মোবাইল মেসেজের মাধ্যমেই বিদ্যুৎ সংযোগ চালু ও বন্ধের নতুন পদ্ধতি আবিষ্কার করে ফেলেছেন তিনি।

মাহফুজুর রহমান বুদু জানান, আজ থেকে সাড়ে তিন বছর আগে তিনি মোবাইল মেসেজের মাধ্যমে প্রথমে তার বেড রুমের সব বিদ্যুৎ সংযোগ চালু এবং বন্ধ করেন। এতে প্রথমে সে একবার সফল হলেও পরে ব্যর্থ হয়েছেন। তারপর তিনি চিন্তা করেন, মানুষ যদি তার পদ্ধতিটি সহজ ও সুন্দরভাবে ব্যবহার করতে না পারে তাহলে প্রকাশ করে কি হবে। তাই তিনি বৈদ্যুতিক কাজে মোবাইল ফোন ব্যবহার নিশ্চিত করতে পুনরায় গবেষণা চালিয়ে যান। একপর্যায়ে তিনি মোবাইল মেসেজের মাধ্যমে বহুদূর থেকেও নির্দিষ্ট যেকোনো ঘর বা অফিসের সিলিং ফ্যান, বাতি, ফ্রিজ, টিভি ও বৈদ্যুতিক মটরসহ বিদ্যুতচালিত সকল সংযোগ বন্ধ ও চালু করতে সক্ষম হন। যা সারা বিশ্বের মানুষ ব্যবহার করার মতো উপযোগী।

তিনি এখন তার উদ্ভাবিত বৈদ্যুতিক কাজে মোবাইল ফোন ব্যবহারের নতুন পদ্ধতিটি মানুষের কল্যাণে ব্যাপক ব্যবহারের জন্য বিপণনে আগ্রহী। কিন্তু অর্থের অভাবে তিনি বহুল ব্যবহারের জন্য তার উদ্ভাবিত প্রদ্ধতিটি বাজারজাত করতে পারছেন না। তবে সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে তার পদ্ধতিটি আরও উন্নত করে বাজারজাত করার মাধ্যমে মানুষের কল্যাণে ও বৈদ্যুতিক প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবেন বলে তিনি দাবি করেছেন।

 

সূত্র : কালের কন্ঠ