English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০১৬ ১৩:১৯

গুগলে ডুকলেই ভারতীয় তিন নারী

অনলাইন ডেস্ক
গুগলে ডুকলেই ভারতীয় তিন নারী
গুগল ডুকলেই দেখবেন অমৃতার আঁকা ভারতীয় তিন নারীর ছবি। এতে ওই দেশের  নারীদের দরুন দর্শার কথা ফুটিয়েছেন। চিরাচরিত জীবন থেকে এরা বেরিয়ে আসতে পারেননি। অবহেলিতভাবে জীবন কাটায়েছেন এসব নারীরা। দূর্ভাগ্যজনকভাবে এটিই সেসময়ের ভারত নারীদের বাস্তব অবস্থা ছিল।  অমৃতা দেবীর আঁকা অধিকাংশ ছবিতে ভারতের নিন্মবিত্ত জীবনযাপনের মানুয়ের কাহিনী ফুটিয়ে তুলেছেন সর্বদা।
 
ভারতীয় এ শক্তিমান নারীশিল্পীকে নিয়ে যেমন রহস্যময়তা আছে। তেমনি আছে তার বৈচিত্র্যপূর্ণ রঙ ও তুলির নিজস্ব ছাঁচে ভেঙে ফেলা প্রচলিত নিয়ম কানুন। পৃথিবীতে যে তিনজন নারী চিত্রশিল্পীকে ফিমেল আইকন হিসেবে গণ্য করা হয় তারা হলেন আমেরিকার জর্জিয়া ও ক্যাফে, মেক্সিকোর ফ্রিডা কাহলো আর তৃতীয়জন হলেন ভারতের অমৃতা শেরগিল।
 
আজ শনিবার ১০৩ বছর পদার্পণ করলেন বিখ্যাত চিত্রশিল্পী ভারতীয় তনয়া অমৃতা শেরগিল। ১৯১৩ সালের আজকের দিনে এদেশেই জন্মেছিলেন তিনি। পাঞ্জাবি শিখ বাবা এবং হাঙ্গারিয়ান জেয়ুইশ মায়ের কোলে ১০৩ বছর আগে জন্ম নিয়েছিলেন এই মহান প্রতিভা। ভারতের ফ্রিদা কাহলো বলেও অনেকে অভিহিত করে থাকেন অমৃতাকে।