English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৬ ১৩:০৪

সর্ববৃহৎ সৌরজগতের সন্ধান

অনলাইন ডেস্ক
সর্ববৃহৎ সৌরজগতের সন্ধান

 

এ যাবৎকালে আবিস্কৃত সবচেয়ে বড় সৌরজগতের সন্ধান পেয়েছেন জোতির্বিজ্ঞানীরা। বলা হচ্ছে এটি মহাবিশ্বের প্রাচীনতম সৌরজগত।বিজ্ঞানীরা ধারণা করছেন পৃথিবী থেকে এর দুরত্ব একশো আলোকবর্ষ হতে পারে। সেখানে রয়েছে বিশাল একটি গ্রহ। সৌরজগতটির কেন্দ্রে থাকা তারার চারপাশ দিয়ে একবার ঘুরে আসতে গ্রহটির সময় লাগে প্রায় ১০ লাখ বছর। ওই তারা থেকে গ্রহটির দুরত্ব এক লাখ কোটি কিলোমিটার যা সূর্য থেকে প্লুটোর দুরত্বের ১৪০ গুন। এসব তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্যের র‍য়্যাল অস্ট্রোনমিক্যাল সোসাইটি। আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির চেয়ে ১২ থেকে ১৫ গুন বড় নতুন আবিস্কৃত সৌরজগতের গ্রহ।সাম্প্রতিক বছরগুলোতে বিশালভাবে বিস্তৃত বেশকটি সৌরজগতের সন্ধান মিলেছে।