English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৬ ১৬:৩৫

ডিলিট হয়ে যাওয়া পর্নো ক্লিপ খুঁজে বের করবে ‘পর্নো স্টিক’

অনলাইন ডেস্ক
ডিলিট হয়ে যাওয়া পর্নো ক্লিপ খুঁজে বের করবে ‘পর্নো স্টিক’

 

পর্নো আসক্তিতে আক্রান্ত হলে আজই তা ত্যাগ করুন। কারন এখন পিসি থেকে পর্নে ক্লিপ মুছে ফেললেও আইনের হাত থেকে বাঁচতে পারবেন না। এই পর্নো আসক্তির ফলে ঘটছে নানা অপরাধ, নারীর উপর নির্যাতন, ব্যাক্তিগত ভিডিও ছড়িয়ে দেয়া এমনকি ভেঙ্গে যাচ্ছে সংসার। পর্নো প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে তৈরি হচ্ছে পর্নো বন্ধ করার প্রযুক্তি। এমনই এক প্রযুক্তি যুক্ত হলো দিল্লি পুলিশের ‘অস্ত্রের’ তালিকায়।

দিল্লিতে পর্ন দেখার ঝোঁক এতটাই বেড়েছে, যে এবার সাইবার অপরাধ ও পর্নের ওপর নিয়ন্ত্রণ আনতে চাইছে দিল্লি পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে, টিনএজ থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত পর্নোগ্রাফিতে আকর্ষিত হয়ে পড়েছে। এতে নষ্ট হচ্ছে সমাজের স্বাভাবিক জনজীবন। ধর্ষণ, শ্লীলতাহানির মত নিন্দনীয় ঘটনা এখন প্রতিনিয়ত খবরের শিরোনামে। আর এতেই বারংবার প্রশ্নের মুখে পড়ছে প্রশাসনিক ভূমিকা। এবার অপরাধে লাগাম টানতে নতুন পন্থা। দিল্লি পুলিশের সাইবার বিভাগ এখন থেকে এমন ধরনের ইউএসবি ব্যবহার করতে চলেছে যেটা দিয়ে ডেস্কটপ থেকে পর্ন একেবারে ডিলিট করে দিলেও তা খুঁজে বের করা সম্ভব হবে। এই ইউএসবি ডিভাইসটির নাম দেয়া হয়েছে 'পর্নো ডিটেকশন স্টিক'। সাইবার অপরাধ ও পর্নগ্রাফির বিরুদ্ধে এই ইউএসবি হবে দিল্লি পুলিশের নতুন অস্ত্র। বাংলাদেশের পুলিশ বিভাগ বিষয়টি নিয়ে ভাবতে পারেন।