English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৬ ১৫:২৭

সিম নিবন্ধনে টাকা দাবি করলে ব্যবস্থা : তারানা হালিম

নিজস্ব প্রতিবেদক
সিম নিবন্ধনে টাকা দাবি করলে ব্যবস্থা : তারানা হালিম
ফাইল ছবি

 

বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধন বা পুনঃনিবন্ধনের সময় গ্রাহকের কাছে টাকা দাবি করা হলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। মোবাইল ফোন অপারেটদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন,  সিম নিবন্ধনে গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে- এমন অনেক অভিযোগ এসেছে। এ ক্ষেত্রে বাড়তি টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, অপারেটররা এ বিষয়ে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে তাদের ব্ল্যাকলিস্টেড করবে এবং তাদের রিটেইলারশিপ বাতিল করবে।
 
সিম নিবন্ধন বা পুনঃনিবন্ধনের সময় যারা টাকা আদায় করছে তাদের মধ্যে কমপক্ষে দুই থেকে তিনজনকে ব্ল্যাকলিস্টেড করে কর্তৃপক্ষকে জানাতে অপারেটরগুলোর প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী তারনা হালিম।