English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৬ ১২:২৭

ফেসবুক মেসেঞ্জারের নতুন সংস্করণে দারুণ ফিচার!

অনলাইন ডেস্ক
ফেসবুক মেসেঞ্জারের নতুন সংস্করণে দারুণ ফিচার!

 

ফেসবুক জনপ্রিয় মেসেজিং এ্যাপ মেসেঞ্জারের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে। এন্ড্রয়েড এবং আইওএস ব্যাবহারকারীরা এই সুবিধা ভোগ করতে পারবেন। নতুন সংস্করণে যুক্ত হয়েছে দারুণ  কিছু ফিচার। নতুন এই সংস্করণে চ্যাটিং ইন্টারফেসের রং‍ পরিবর্তনসহ ইমোজি ফিচার যু্ক্ত করা হয়েছে। আরও যুক্ত করা হয়েছে বন্ধুর নাম পরিবর্তনের সুবিধা।

এই সুবিধাগুলো পেতে হলে প্রথমে যে বন্ধুর সাথে চ্যাট করবেন তার নামে ক্লিক করে চ্যাটিং ইন্টারফেসে প্রবেশ করুন। স্মার্টফোনের মেনু বাটন স্পর্শ করলেই একটা মেনু আসবে। সেখানে ‘কালার’ অপশনে ক্লিক করে ইন্টারফেসের রং পরিবর্তন করতে পারবেন। প্রত্যেক বন্ধুর জন্য আলাদাভাবে রং পরিবর্তন করার সুবিধাও আছে।

‘কালার’ অপশনটির নিচেই আছে ‘ইমোজি’। এখানে ক্লিক করে বিভিন্ন ইমোজি দেখতে পারবেন। পছন্দসই ইমোজিতে ক্লিক করলে তা টাইপিং ইন্টারফেসে চলে আসবে। তারপর সেই ইমোজিতে চাপ দিয়ে ধরে রাখলে বড় হতে থাকবে। আপনার পছন্দমত আকারে ইমোজি পাঠাতে পারবেন।

তারপর আসুন ‘নিকনেইম’ ফিচারে। আমরা বেশীরভাগ ক্ষেত্রেই বন্ধুদের ছোট নামে কিংবা মজার কোন নাম ধরে ডাকি। কিন্তু সে তো আর সেই নামে নিজের একাউন্ট করবে না। এই সমস্যা সমাধানে এই ‘নিকনেইম’ ফিচার। এই ফিচারে ক্লিক করে আপনার বন্ধুর নাম নিজের মত করে পরিবর্তন করে নিতে পারবেন।

উল্লেখ্য, সারা বিশ্বে এক বিলিয়নের বেশী মানুষ মেসেঞ্জার এ্যাপটি ব্যাবহার করে থাকে।