English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৬ ১১:৪৫

নারীর প্রতি সহিংসতায় তড়িৎ পদক্ষেপ নেবে ফেসবুক

অনলাইন ডেস্ক
নারীর প্রতি সহিংসতায় তড়িৎ পদক্ষেপ নেবে ফেসবুক

 

বাংলাদেশে ফেসবুক ব্যাবহার করে নারীর প্রতি সহিংসতা, অশালীন আচরণ কিংবা কোনও সন্ত্রাসী তৎপরতার ব্যাপারে বাংলাদেশের সরকারের যেকোনো অভিযোগে আটচল্লিশ ঘণ্টার মধ্যে সাড়া দেবে ফেসবুক কর্তৃপক্ষ। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সাথে সিঙ্গাপুরে এক বৈঠকের পর এই আশ্বাস দিয়েছে ফেসবুকের একটি প্রতিনিধিদল। সম্প্রতি সরকার ফেসবুকের প্রতিনিধিদের বাংলাদেশেও একবার বসেছিলো। কিন্তু প্রশ্ন উঠছে বাংলাদেশে লক্ষ লক্ষ ফেসবুক ব্যবহারকারীর কথাবার্তা সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা কতটা সম্ভব হবে?

স্বল্প উন্নত দেশে কোন সমস্যা সৃষ্টি হলে প্রথমে প্রযুক্তিকে দায়ী করার একটা প্রবণতা দেখা যায়। কিন্তু সেটা না করে আমাদের বিশ্ববিদ্যালয়, স্কুলগুলোতে ছেলে-মেয়েদের শিক্ষার মান উন্নত করতে হবে যাতে করে তারা সভ্য ও রুচিশীল হয়ে বড় হয়। এখন সেটা না করে ফেসবুক ব্যবহারকারীদের যদি সরকার নিয়ন্ত্রণ করতে যায় তাহলে সেটা খুব বেশী কার্যকর হবে না বলে মনে করেন অধিকাংশ ফেসবুক ব্যাবহারকারীরা।

উন্নত বিশ্বে ফেসবুকের মাধ্যমেই বরং সরকারগুলো এবং নজরদারী সংস্থাগুলো সামাজিক গবেষণা করে থাকে বলে মনে করেন ফেসবুক ব্যবহারকারীরা। এই সামাজিক যোগাযোগের মাধ্যমটি ব্যবহারকারীরা মনে করেন দেশের বর্তমান পরিস্থিতিতে যেকোন ক্ষমতাসীন ব্যক্তি যদি কারো প্রতি ক্ষোভ থাকে তাহলে তিনি ফেসবুকের বিষয়টি ব্যবহার করতে পারেন।