English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৬ ১৬:১২

দেশজুড়ে স্থাপন হবে সিসি ক্যামেরা: পলক

নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে স্থাপন হবে সিসি ক্যামেরা: পলক

দেশের জনগনের নিরাপত্তার স্বার্থ নিশ্চিত করতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নাটোরের সিংড়া উপজেলা ভূমি অফিসের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে রবিবার দুপুরে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকাসহ দেশের ৩২১টি পৌরসভা ও ৪৮৭টি উপজেলা সদরে এসব সিসি ক্যামেরা স্থাপন করা হবে জানান। এরপরে প্রতিমন্ত্রী ১০টি ভূমিহীন পরিবারকে সরকারি খাস জমির দলিল হস্তান্তর করেন।

জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন—অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিক আল মাহমুদ, সিংড়া পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম প্রমুখ।