English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৬ ১৩:২৯

বিপদে অ্যান্ড্রয়েড ডিভাইস !

অনলাইন ডেস্ক
বিপদে অ্যান্ড্রয়েড ডিভাইস !

সম্প্রতি লিনাক্স কারনেলে একটি ত্রুটি উন্মোচিত হয়েছে। এর ফলে কম্পিউটার, মোবাইল ফোনসহ লিনাক্স অপারেটিং সিস্টেমে পরিচালিত লাখ লাখ ডিভাইস নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। পাশাপাশি ম্যালওয়্যার আক্রমণের ঝুঁকিতে আছে অ্যান্ড্রয়েডচালিত দুই-তৃতীয়াংশ স্মার্টফোন ও ট্যাবলেট। জানানো হয় লিনাক্স কারনেলে তিন বছর ধরেই ত্রুটি ছিল। এটি ঠিক করতে চলতি সপ্তাহে একটি প্যাচ উন্মুক্ত করা হবে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ত্রুটির ফলে সিস্টেমের রুট ফাইলে আক্রমণ করতে পারবেন কোনো আক্রমণকারী। এ ত্রুটির ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো। কেননা এ ডিভাইসগুলো কখনই নিরাপত্তা প্যাঁচ ব্যবহারের সুযোগ পাবে না।

স্যামসাং, এলজি ও অন্য স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের পুরনো ডিভাইসে স্বভাবতই আপডেটের কোনো সুবিধা দেবে না। অবশ্য পারসেপশন পয়েন্টের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়নি যে, ঠিক কোন কোন মডেলের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোয় এ ত্রুটি রয়েছে।