English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৬ ১২:২৫

মহাযুদ্ধ ডেকে আনতে পারে মহাকাশের জঞ্জাল

অনলাইন ডেস্ক
মহাযুদ্ধ ডেকে আনতে পারে মহাকাশের জঞ্জাল

পৃথিবীর মহাকাশে ঘূর্ণ্যমান মানবসৃষ্ট জঞ্জাল মহাযুদ্ধের কারণ হয়ে দেখা দিতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন রাশিয়ার বিজ্ঞানী ভিতালি আদুশকিন। অ্যাক্টা অ্যাস্ট্রোনটিকস নামের সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে এ আশংকা ব্যক্ত করেন তিনি।

নিবন্ধে বলা হয়েছে, মহাকাশ যুগের সূচনা থেকে এ অবধি পাঁচ হাজারের বেশি রকেট ছোঁড়া হয়েছে। গত ৬০ বছরে এতে পৃথিবীর কক্ষপথ মানবসৃষ্ট কোটি কোটি জঞ্জালে ভরে গেছে । নাসার দেয়া হিসাবে বলা হয়েছে, পৃথিবীর বিভিন্ন কক্ষপথে প্রায় পাঁচ লাখ জঞ্জাল ঘুরছে। এ গুলোর কোনো কোনোটি আকারে মার্বেলের সমান বা তার চেয়ে বেশি। এ ছাড়া, অন্তত পরিধি ১২ ইঞ্চি বা ৩০.৫ সেন্টিমিটার হবে এমন জঞ্জাল রয়েছে প্রায় ২৩ হাজার। অন্যদিকে ক্ষুদ্র আকারেরও কোটি কোটি জঞ্জাল রয়েছে। আকারে ছোট হওয়ায় এ গুলোকে চিহ্নিত করা দুষ্কর হয়ে পড়েছে। এ সব জঞ্জাল ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটারের বেশি বেগে মহাকাশ যানকে আঘাত হানতে পারে বলে আশংকা করা হচ্ছে।

জঞ্জালের আঘাতে পৃথিবী কক্ষপথের সামরিক উপগ্রহ ক্ষতিগ্রস্ত হলে তা নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। জঞ্জালের আঘাতেই সামরিক উপগ্রহ ক্ষতিগ্রস্ত হয়েছে তা চট করে ঝোঝার উপায় না থাকায় এ নিয়ে উপগ্রহ প্রেরণকারী দেশগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির ব্যাপক অবকাশ থেকে যাচ্ছে। আর একে কেন্দ্র করে শেষ পর্যন্ত মহাযুদ্ধ লেগে যেতে পারে বলে আশংকা প্রকাশ করেন ভিতালি আদুশকিন।