English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৬ ১৭:০২

এখন থেকে সরাসরি খেলা উপভোগ করুন ফেসবুকেই

অনলাইন ডেস্ক
এখন থেকে সরাসরি খেলা উপভোগ করুন ফেসবুকেই

 

সামাজিক যোগাযোগ মাধ্যমের জায়ান্ট ফেসবুক সম্প্রতি নতুন একটি ফিচার উন্মুক্ত করেছে। যার মাধ্যমে প্রিয় দলের খেলা উপভোগ করা যাবে ফেসবুকেই। ফিচারটির নাম দেয়া হয়েছে “স্পোর্টস স্টেডিয়াম”। স্পোর্টস স্টেডিয়াম ফিচারে প্রবেশ করে আপনি বিশ্বের যে কোন খেলা বন্ধুদের সাথে উপভোগ করতে পারবেন। স্কোর জানতে পারবেন, মন্তব্য করতে পারবেন এমনকি লাইভ কমোন্ট্রি ও দেখতে পারবেন।

নতুন এই ফিচারটিতে বিশ্বের প্রায় সকল খেলা বিষয়ক তথ্য দেয়া থাকবে। এই মুহূর্তে কোন খেলা চলছে তার তালিকা দেখতে পারবেন ব্যাবহারকারীরা। তারপর পছন্দের ম্যাচটিতে ক্লিক করে উপভোগ করা যাবে খেলা। জানা যাবে লাইভ স্কোর। বলা হচ্ছে এই ফিচারের দ্বারা ফেসবুক বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস স্টেডিয়াম হিসেবে প্রতিষ্ঠিত হলো। অন্য কোন সোশ্যাল সাইট যদি এ ধরণের ফিচার দেয় তবুও ফেসবুক এগিয়ে থাকবে। কারন ৩২০ মিলিয়ন ব্যাবহারকারী নিয়ে ফেসবুকের ঠিক পরেই অবস্থান করছে ট্যুইটার।

ফেসবুকের পণ্য ব্যাবস্থাপক স্টিভ কাফকা তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, বিশ্বব্যাপী ৬৫০ মিলিয়ন ক্রীড়ামোদী নিয়ে ফেসবুক এখন বিশ্বের সবচে বড় স্টেডিয়াম। এর আগে ফেসবুক ব্যাবহারকারীদের তাদের পছন্দের সেলিব্রেটির সাথে লাইভ সাক্ষাতের ব্যাবস্থা করেছে। সেই সূত্র ধরেই এই নতুন ফিচার স্পোর্টস স্টেডিয়াম। এখন আপনি যেখানেই অবস্থান করুন না কেন বন্ধুদের সাথে খেলা দেখতে পারবেন।

স্পোর্টস স্টেডিয়ামে খেলা বিষয়ক সমস্ত পোস্ট, লাইভ স্কোর এক স্থানে থাকবে। এবং কোন খেলা চলাকালীন সময় আপনি তা এক ক্লিকেই পেয়ে যাবেন। আপনার পছন্দের কোন খেলা আপনি এখানে সার্চ করতে পারবেন। কাফকার মতে, এটি ব্যাবহারকারীদের জন্য একটি ‘সেকেন্ড স্ক্রীণ’ অভিজ্ঞতা হবে। শুধু আমেরিকান ফুটবল গেম দিয়েই শুরু হচ্ছে স্পোর্টস স্টেডিয়াম। এরপর দ্রুতই এতে অন্য খেলা যুক্ত হবে। বর্তমানে তাই শুধু আমেরিকার আইফোন ব্যাবহারকারীরাই এই ফিচার ব্যাবহার করতে পারবেন। শীঘ্রই সারা বিশ্বের ব্যাবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে এই ফিচার।