English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৬ ১৪:০৯

ডিসকাউন্ট উৎসবে মেতেছে সিটিআইটি মেলা

নিজস্ব প্রতিবেদক
ডিসকাউন্ট উৎসবে মেতেছে সিটিআইটি মেলা
প্রযুক্তিপণ্যের ডিসকাউন্ট উৎসবে মেতেছে আইডিবি’র ‘সিটিআইটি ২০১৬’ মেলা। পাশাপাশি রয়েছে আকর্ষনীয় উপহার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে। মেলায় রয়েছে ক্রেতাদের ভীড়। তবে এদের মধ্যে তরুনদের সংখ্যা বেশি। গত সোমবার শুরু হওয়া এই মেলা চলবে অাগামী রবিবার পর্যন্ত।
 
রাজধানীর আগারগাঁওস্থ আইডিবির বিসিএস কম্পিউটার সিটিতে সাত দিনব্যাপী এ মেলার ৬ষ্ঠ দিনে এসব চিত্র ফুটে ওঠেছে।
 
মেলায় দেশি বিদেশি নানা ব্র্যান্ডিং প্রতিষ্ঠান  দিচ্ছে বিশেষ ছাড়। পাশাপাশি রয়েছে আকষর্নীয় উপহার। আবার অনেক প্রতিষ্ঠান দিচ্ছে একটি কিনলে আরেকটি ফ্রি। এছাড়াও মেলায় প্রতিদিন সন্ধায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিদিন মঞ্চ মাতাচ্ছে দেশের সঙ্গীত তারকারা। রয়েছে জাদু প্রদর্শনী, ভৌতিক টানেল দেখার সুযোগ।
 
এই মেলায় অনেক স্টলে একটি ল্যাপটপ কিনলে উপহার হিসেবে মিলবে একটি ক্যানন প্রিন্টার । এছাড়াও থাকছে ওয়্যারলেস মাউস, হেডফোন ও ৮জিবি পেনড্রাইব। আর যেকোন পণ্য উপর দেয়া হচ্ছে সর্বোচ্চ ২ হাজার টাকা ডিসকাউন্ট। অবশ্য দামী পণ্যের ওপরে এই ডিসকাউন্ট আরও বেশি পাওয়ার সুয়োগ রয়েছে। এছাড়া অন্যান্য মডেলের ল্যাপটপের সঙ্গে স্ক্যাচ অ্যান্ড উইন অফারের মাধ্যমে ক্রেতাদের রয়েছে আকর্ষণীয় উপহার জিতে নেয়ার সুযোগ।
 
এবারের মেলায় এসার ব্র্যান্ডের অনেকগুলো নতুন পণ্য বিক্রয়ের জন্য প্রদর্শন করে স্টলগুলো। তার মধ্যে 6th Generation Intel Core i7 মডেলটি হলো বর্তমান বিশ্ববাজারে সর্বশেষ মডেলের ল্যাপটপ। আমাদের এসারের 6th Generation এর বিভিন্ন মডেলের ল্যাপটপ মেলায় প্রদর্শন হয়েছে। রয়েছে প্রতিটি ল্যাপটপের সাথে দিচ্ছি আকর্ষণীয় উপহার। সাথে অাছে বিশেষ ছাড়। এছাড়াও ডেস্কটপ, ল্যাপটপ কিনলে লটারির মাধ্যমে পাওয়া যাবে সবোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ছাড়।