English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ১২:৫৩

পৃথিবীর প্রথম দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্মার্টফোন

অনলাইন ডেস্ক
পৃথিবীর প্রথম দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্মার্টফোন

 

সারা পৃথিবীতে এখন স্মার্টফোনের জয়জয়াকার। তবে দৃষ্টি প্রতিবন্ধীরা কেন পিছিয়ে থাকবে স্মার্টফোন ব্যাবহারে? মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের বিজ্ঞানীরা একটি বিশেষ ধরনের ট্যাবলেট আবিষ্কার করেছেন যা দৃষ্টি প্রতিবন্ধীরাও ব্যবহার করতে পারবে। ব্রেইল পদ্ধতির এই ট্যাবলেটে ব্যবহৃত হয়েছে মাইক্রোফ্লুইডিকস। যা দ্বারা দৃষ্টিপ্রতিবন্ধীরা মেসেজ আদান-প্রদান করতে পারবে।

উনিশ শতকের গোড়ার দিকে ফ্রান্সে শত্রুর থেকে বাঁচার জন্য সেনাদের মেসেজ পাঠানোর জন্য এক ধরনের ডট প্রযুক্তির ব্যবহার করা হত। এই প্রযুক্তিতে গভীর অন্ধকারেও আঙ্গুলের স্পর্শে মেসেজ পড়া যেত। এই প্রযুক্তির আবিষ্কার করে ছিলেন লুইস ব্রেইল। ছয় ডটের এই প্রযুক্তিতে বর্ণ, শব্দ এবং অক্ষর লেখা ও পড়া যেতো। পাশাপাশি দুটি সারিতে তিনটি করে ডট থাকতো। এক একটি ডটকে বলা হতো 'সেল'। 

ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপক সিলি ও মডরেইন, সহযোগী অধ্যাপক ব্রেন্ট গিলেস্পি এবং পিএইচডি শিক্ষার্থী আলেক্সান্ডার রুসোমান্নো এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ করছেন যা দিয়ে দৃষ্টি প্রতিবন্ধীরা একটি ডিসপ্লের সম্পূর্ণ অংশ পড়তে পারবেন। সাথে রয়েছে স্বল্প পরিমাণ তরল ও গ্যাস। শিগগিরই ডিভাইসটি বাজারে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।