English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৬ ১৩:৪৩

পৃথিবীতে প্রাণ সৃষ্টির নতুন সমীক্ষা !

অনলাইন ডেস্ক
পৃথিবীতে প্রাণ সৃষ্টির নতুন সমীক্ষা !

প্রায় ৬৪০ থেকে ৭২০ মিলিয়ন বছর আগের কথা।

সেই সময় পৃথিবী মোটেও সুফলা ছিল না। সুজলা অবশ্য ছিল। আর, সেই জলেরও বেশির ভাগই বরফ হয়ে মুড়ে রেখেছিল পৃথিবীকে। সেই সময়ের পৃথিবীকে তাই 'স্নোবল আর্থ' নামে ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা।
এভাবেই কেটে গেছে প্রায় দশ মিলিয়ন বছর।
তারপর ঘটল এক আশ্চর্য কাণ্ড!

 পৃথিবী বরফে ঢেকে ছিল ঠিকই, তবে সেই বরফের তলায় ঘটে চলছিল প্রকৃতির নিরন্তর খেলা। বরফে মোড়া সমুদ্রের নিচে ধীরে ধীরে মাথা তুলছিলো আগ্নেয়গিরি।

 
আর সেই সমুদ্রগর্ভে লুকিয়ে থাকা আগ্নেয়গিরির বিস্ফোরণেই প্রাণ এল পৃথিবীতে। তেমনটাই অন্তত দাবি করছেন বিজ্ঞানীরা।
সমুদ্রগর্ভের আগ্নেয়গিরির বিস্ফোরণে পৃথিবীর বাতাসে ছড়িয়ে পড়েছিল প্রচুর পরিমাণে কার্বন-ডাই-অক্সাইড। মূলত তারই বিক্রিয়ায় বরফ গলে এবং প্রাণ সৃষ্টির মতো অনুকূল পরিবেশ জেগে ওঠে।
তবে, শুধুই কার্বন নয়। আগ্নেয়গিরির বিস্ফোরণে বেরিয়ে এসেছিল ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকা আর ফসফরাস। বিজ্ঞানীদের বক্তব্য, এই ফসফরাস বেশ বড়সড় এক ভূমিকা পালন করেছিল প্রাণ সৃষ্টিতে।
পৃথিবী যখন বরফে মোড়া ছিল, সে সময় প্রাণ ছিল কেবল সমুদ্রগর্ভে। সমুদ্রগর্ভে তখন ভেসে বেড়াত এককোষী ব্যাকটেরিয়া। সেখান থেকে এই ফসফরাসের বিক্রিয়াতেই শুরু হল কোষ বিভাজন। এবং ধীরে ধীরে এককোষী থেকে দ্বিকোষী, তার থেকে বহুকোষী বিভাজন হয়ে আজকের প্রাণীজগতের বিবর্তনের রূপরেখাটি এসেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।