English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৬ ১৪:৫৪

মহাকাশে ফুটল জিনিয়া ফুল!

অনলাইন ডেস্ক
মহাকাশে ফুটল জিনিয়া ফুল!
এই প্রথম ফুল ফুটল পৃথিবী থেকে বহুদুরের মহাকাশে। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন) উদ্ভিদের প্রাণের স্পন্দন অবশ্য নতুন নয়। মানুষের বাসযোগ্য কৃত্রিম উপগ্রহটির ভেজ-ল্যাবে আগেও লেটুস জাতীয় সব্জি ফলানো হয়েছে। কিন্তু এই প্রথম ফুল ফুটল মহাকাশের ঘরে! মহাকাশে জিনিয়া ফুল ফুটিয়েছেন মার্কিন নভোচারী স্কট কেলি! স্বাভাবিকভাবেই গবেষণাগারে নতুন সদস্য আসার খবরে উচ্ছ্বসিত নাসা। ম্যানেজার ট্রেন্ট স্মিথ বলেছেন, লেটুসের সঙ্গে জিনিয়ার কোনও তুলনাই হয় না। কারন স্পেস স্টেশনের কৃত্রিম আবহাওয়ায় লেটুস ফলাতেও রীতিমতো কসরত করতে হয়েছে। তার মতে, পরিবেশ বা সূর্যালোক, জিনিয়ার জন্য দু’টোই খুব গুরুত্বপূর্ণ। আর দু’টোর কোনওটাই আইএসএস-এ নেই। তা ছাড়া জিনিয়ার জন্ম, বড় হওয়াতে সময় লাগে ৬০ থেকে ৮০ দিন। লেটুসের থেকে বেশি। ফলে লড়াইটাও দীর্ঘ। এই কঠিন কাজটা করতে গিয়ে বেশ চাপের মুখেই পড়তে হয়েছিল গবেষকদের।