English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৬ ১৯:৩০

আজীবন ফ্রি হোয়াটসএ্যাপ!

অনলাইন ডেস্ক
আজীবন ফ্রি হোয়াটসএ্যাপ!

 

গত কয়েক বছর যাবত হোয়াটসএ্যাপ ব্যাবহারকারীদের সাবস্ক্রিপশন ফি বাধ্যতামুলক করা হয়েছিল। কিন্তু এর কারনে নতুন গ্রাহক টানতে ব্যার্থ হয় হোয়াটসএ্যাপ। সংস্থাটির কর্মকর্তারা উপলব্ধি করছেন যে গ্রাহক হার কমার পেছনে দায়ী সাবক্রিপশন ফি। সম্প্রতি তাদের এক ব্লগপোস্টে একথা স্বীকারও করা হয়।

ওই পোস্টে বলা হয়েছে, বহু হোয়াটসএ্যাপ ব্যাবহারকারীর কাছে ক্রেডিট বা ডেবিট কার্ড নেই। যে কারনে বছর শেষে তারা হোয়াটসএ্যাপ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এ কারনে আগামী কিছুদিনের মধ্যেই হোয়াটসএ্যপের যাবতীয় ফি মওকুফ করা হবে যাতে ব্যাবহারকারীরা তাদের প্রিয়জন থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন।

উল্লেখ্য যে, প্রাথমিকভাবে হোয়াটসএ্যাপ ব্যাবহারে একবছর ফ্রি সার্ভিস দেয়া হয়। কিন্তু তারপর থেকে বছরে ৯৯ সেন্ট করে ফি চাওয়া হয়। কিন্তু এতে বেশীরভাগ ব্যাবহারকারীরা হোয়াটসএ্যাপ ত্যাগ করে অন্য কোন মেসেজিং এ্যাপের দিকে ঝুঁকে পড়েন। তাই ব্যাবহারকারীদের ধরে রাখতেই এই সিদ্ধান্ত। বর্তমানে বিশ্বব্যাপী ১০০ কোটিরও বেশী মানুষ হোয়াটসএ্যাপ ব্যাবহার করে। মেসেজিং এবং ভয়েস কলের পর খুব দ্রুতই হোয়াটসএ্যাপে ভিডিও কলিং ফিচার যুক্ত হতে যাচ্ছে বলে জানা গেছে।