English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০১৬ ১৮:৫০

আসছে স্কাইপি ট্রান্সলেটর !

অনলাইন ডেস্ক
আসছে স্কাইপি ট্রান্সলেটর !

আপনি বিদেশের একজন বন্ধুর সঙ্গে ইংরেজিতে কথা বলতে চাইছেন, কিন্তু আপনি বাংলা ছাড়া আর কোনও ভাষায় তেমন সাবলীল নন। ইচ্ছে থাকলেও যেন উপায় নেই। কেমন হবে যদি আপনার কথা অনুবাদ করে দেওয়া হয়! সম্প্রতি স্কাইপিতে রিয়াল টাইম ট্রান্সলেশন সুবিধা যোগ করল মাইক্রোসফট করপোরেশন।

এ সুবিধাটি যোগ হওয়ার ফলে  বিদেশি বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে আর সমস্যায় পড়তে হবে না। এ প্রান্তের বন্ধু নিজ ভাষায় যা বলবে স্কাইপি ট্রান্সলেটর তা অপর প্রান্তের বন্ধুর ভাষায় অনুবাদ করে দেবে। নতুন এই প্রযুক্তির সফলতার বিষয়ে বেশ আশাবাদী মাইক্রোসফটের প্রধান নির্বাহী।  তিনি জানিয়েছেন 'ভাষাগত দূরত্ব বিদেশি বন্ধুদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অনেক বড় বাধা। স্কাইপি ট্রান্সলেটর এবার এ সমস্যা দূর করবে।

এক যুগেরও বেশি সময় ধরে স্কাইপি মানুষকে যোগাযোগ সুবিধা দিয়ে আসছে। বর্তমানে সারা বিশ্বে স্কাইপি ইউজারের সংখ্যা ৩০ কোটি।