English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৬ ১৭:০৩

আপনার শিশুকে কোডিং শেখাবে শুঁয়োপোকা

অনলাইন ডেস্ক
আপনার শিশুকে কোডিং শেখাবে শুঁয়োপোকা

শিশুদের কোডিং শেখাবে শুঁয়োপোকা! হ্যাঁ এটাই সত্যি হতে চলেছে। লাস ভেগাসে  সম্প্রতি এক ইলেক্ট্রনিক মেলার আয়োজন করা হয়েছিল তাতে এমনই এক শুঁয়োপোকা রোবটের  কথা বলা হয়েছে। যা শিশুদের কোডিং শেখাতে পারবে। এই রোবোটিক শুঁয়োপোকার নাম ‘কোড-এ-পিলার’।

এই রোবটে আছে একটি মোটরচালিত মাথা। সেইসঙ্গে এতে আছে কিছু ‘কানেক্টেবল সেগমেন্ট’ বা ব্লক, ওই আলাদা অংশগুলোতে বর্ণসংকেত রয়েছে যেগুলো রোবটটিকে সামনে-পেছনে ,ডানে-বামে,চলা-থামা আর লাইট জ্বালানোর নির্দেশ দেবে। শিশুরা যদি পর্যায়ক্রমে শুঁয়োপোকাটির অংশগুলি সাজিয়ে ফেলে তবে শুঁয়োপোকাটি একটি নিদিষ্ট পথে চালাতে পারবে এভাবেই শিশুরা কোডিং করা শিখতে পারবে এবং কোনরকম পাঠ্যবই ছাড়া প্রোগ্রামিং সম্পর্কে জানতে পারবে । শিশুদের জন্য এই ডিভাইসটি তৈরি করেছে ফিশার-প্রাইস নামে একটি সংস্থা। এই বছরের জুন মাস নাগাদ এই ডিভাইসটি বাজারে আসবে বলে জানা গিয়েছে। এর দাম করা হয়েছে ৪৯.৯৯ মার্কিন ডলার।