English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৬ ১৫:৪০

পৃথিবীর প্রথম স্মার্টফোন যা দিয়ে ধুমপান করা যায়! (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
পৃথিবীর প্রথম স্মার্টফোন যা দিয়ে ধুমপান করা যায়! (ভিডিওসহ)

আপনার সবসময় কি নতুন কিছু চাই? একটু এক্সেপশনাল? পুরোনো ফিচারের স্মার্টফোন ব্যবহার করতে করতে কি আপনি বোর হয়ে গিয়েছেন? তাহলে আপনার জন্যই মার্কিন কোম্পানি ভেপরকেড বানিয়েছে এমন একটি স্মার্টফোন যা দিয়ে ধুমপান করা যায়! স্মার্টফোনটির সাথে একটি ইলেকট্রনিক সিগারেট যুক্ত আছে। অর্থাৎ ফোন করা যাবে, মেসেজ পাঠানো যাবে আবার ইচ্ছে হলে দু’টানও দেওয়াও যাবে।

ফোনটির সাথে একটি লিকুইড কার্টরিজ আর একটি মাউথপিস (যা দিয়ে ফুঁকবেন) যুক্ত করা যায়। বলা বাহুল্য যে এই লিকুইড তামাকবিহীন। জুপিটার আইও ৩ স্মার্টফোনটিতে দু’টি ব্যাটারি রয়েছে। একটি সিগারেটের জন্য আর একটি ফোনের জন্য। অন্যান্য স্মার্টফোনের মত সকল সুবিধাই এতে রয়েছে। থ্রিজি-ফোরজি উভয় নেটওয়ার্কই ব্যাবহার করার সুযোগ আছে এই ফোনে। ফোনটির ধাম নির্ধারন করা হয়েছে ৪৯৯ ডলার। আর ধুমপানের জন্য পিচ কিংবা কফি ফ্লেভারের লিকুইড কিনতে লাগবে ১৫ ডলার।

এতটুকু পড়েও যদি আপনি ভেবে থাকেন যে এই স্মার্টফোনটি আপনাকে নেশাখোর বানিয়ে দেবে তবে আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। আপনার ধুমপানের নেশা ছাড়ানোর জন্যই এই ই-সিগারেট। এর তামাকবিহীন লিকুইড ধুমপানের প্রতি আপনার মনে বিতৃষ্ণার সৃষ্টি করবে। তবে সবকিছুর শেষ কথা হলো আপনি সেটা চান কিনা। আপনি নিজে না চাইলে পৃথিবীর কোন উপায়ই আপনার নেশা ছাড়াতে পারবে না। তাই আজই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তামাক বর্জন করুন। সূস্থ থাকুন।

পৃথিবীর প্রথম সিগারেট স্মার্টফোন দেখতে চাইলে নিচের ভিডিওটি দেখুন।