English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৬ ১৩:৫০

স্পেসশিপ ‘ফিলে-ল্যান্ডার’ পরিত্যাক্ত

অনলাইন ডেস্ক
স্পেসশিপ ‘ফিলে-ল্যান্ডার’ পরিত্যাক্ত

ধুমকেতু নিয়ে গবেষণার জন্য মহাকাশে পরিভ্রমণরত ছোট মহাকাশযান ফিলে ল্যান্ডার কে পরিত্যাক্ত করা হয়েছে। বিজ্ঞানীরা স্পেসশিপটির সাথে যোগাযোগের চেষ্ঠা করে ব্যার্থ হয়েছেন। যে কারণে তারা ধারণা করছেন যে ফিলে ল্যান্ডার কে আর ফেরত পাওয়া যাবে না।

‘ফিলে’ হলো ইউরোপীয়ান স্পেস এজেন্সির ধুমকেতুতে অবতরণকারী রোবটিক ল্যান্ডার। পৃথিবী ছাড়ার পর ১০ বছর ধরে এটি মহাকাশযান রোসেটার সাথে যুক্ত ছিল। ১২ নভেম্বর, ২০১৪ ‘ফিলে’ নিয়ন্ত্রিত উপায়ে সফলভাবে  67P/Churyumov-Gerasimenko নামের ধুমকেতুর পৃষ্ঠতলে অবতরন করে। উল্লেখ্য যে, ধুমকেতুর বুকে কোন মহাকাশযানের অবতরণ এটিই প্রথম। ‘ফিলে’ র দ্বারা ইতিহাসে প্রথমবারের মত ধুমকেতুর পৃষ্ঠের ছবি তোলা সম্ভব হয়। যা ধূমকেতুর গঠনকে বিশ্লেষণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কিন্তু খুব দ্রুতই সমস্যা দেখা দেয় স্পেসশিপটিতে। ২০১৪ সালের ডিসেম্বরের দিকে জানা যায় ‘ফিলে’র সাথে পৃথিবী থেকে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বিজ্ঞানীরা অনুমান করেন কক্ষপথে ঘুরতে ঘুরতে এটি অন্ধকার কোন অঞ্চলে চলে গেছে যার জন্য সে সূর্যালোক থেকে বঞ্চিত হচ্ছে। সূর্যের আলো না পাওয়ায় ‘ফিলে’র সোলার সিস্টেম কাজ করছে না। যে কারণে এটি নিজের জন্য পর্যাপ্ত বিদ্যুতশক্তি উৎপাদন করতে ব্যার্থ হচ্ছে। তখন বিজ্ঞানীরা আশাবাদ ব্যাক্ত করেছিলেন যে ২০১৫ সালের আগস্ট মাসের মধ্যে ‘ফিলে’র সোলার প্যানেলে পর্যাপ্ত সূর্যালোক পড়বে এবং যন্ত্রটি পুনরায় চালু হবে ‘ফিলে’ ২০১৫ এর ১৩ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত রোসেটার সাথে বিক্ষিপ্ত ভাবে যোগাযোগ করে। কিন্তু এরপর আর কোন যোগাযোগ করা সম্ভব হয়নি। অনেক চেষ্ঠার পর বিজ্ঞানীরা এই সিন্ধান্তে পৌছেছেন যে ‘ফিলে’ কে বিদায় জানাতে হবে। জানুয়ারির শেষের দিকে আনুষ্ঠানিকভাবে ‘ফিলে’র অভিযান সমাপ্ত ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।