English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৬ ১৬:৪৭

প্রথম দর্শনেই প্রেমে পড়বেন যে গাড়ির!

অনলাইন ডেস্ক
প্রথম দর্শনেই প্রেমে পড়বেন যে  গাড়ির!

স্পোর্টস কার খেকে পিকআপ, সকল ধরনের গাড়ি আর নামকরা সব ব্র্যান্ড এসেছে উত্তর আমেরিকার আন্তর্জাতিক অটো প্রদর্শনীতে। প্রত্যেক ব্র্যান্ডই তাদের ডিজাইনে নতুন নতুন প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতের স্মার্ট গাড়ি কেমন হবে সে ধারণা এবং পরিকল্পনাও আছে তাদের কাছে। ব্যাক্তিগত গাড়ির অধিকাংশ ডিজাইনই ছিল লম্বাকৃতি, ছোট এবং দ্রুতগামী। আর ট্রাকসহ মালামালবাহী দানব গাড়িগুলো কতটা শক্তিশালী তার প্রদর্শনই ছিল বড় বিষয়। বিগত বছরগুলিতে জ্বালানি খরচ কমানো একটা ফ্যাক্টর ছিল। কিন্তু এবার এ নিয়ে মাথাব্যাথা ছিল না কারোরই। এবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল গাড়িতে যুক্ত নতুন নতুন টেকনোলজি সুবিধা এবং অবশ্যই বিভিন্ন স্তরের নিরাপত্তা ইস্যু। 

এধরনের ডজনখানেক গাড়ি থেকে একটি মডেলের গাড়িকে আলাদা করা যায় যা আপনাকে তাক লাগিয়ে দেবে। সেটি হল টয়োটা প্রিমিয়াম লেক্সাস ব্র্যান্ডের লেক্সাস এলসি ৫০০। বলা হচ্ছে গাড়িটিকে টয়োটা ‘ইমোশনালি’ ডিজাইন করেছে। কারন এর স্টাইল আর আকর্ষণীয় গেটআপ মিলিয়ে এক দেখাতেই ক্রেতাকে আকর্ষণ করে। গাড়িটিতে ৪৬৭ হর্সপাওয়ার ভি-৮ ইঞ্জিন যুক্ত আছে। যা জাগুয়ার এফ-টাইপ কার এবং মার্সিজিড বেঞ্চকেও হারিয়ে দেয়। এর সাথে যুক্ত হয়েছে অত্যাধুনিক কার ট্র্যাকিং, অটোলকিংসহ কঠোর নিরাপত্তা ব্যাবস্থা। তাই ক্রেতাদের আকর্ষণের তালিকায় লেক্সাস এলসি ৫০০ শীর্ষে।