English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৬ ১৭:০৬

স্যামসাংয়ের নতুন চমক ‘ফোল্ডেবল স্ক্রিন’ ফোন

নিজস্ব প্রতিবেদক
স্যামসাংয়ের নতুন চমক ‘ফোল্ডেবল স্ক্রিন’ ফোন

তিনদিকের স্ক্রিনের নতুন ফোন বাজারে এনে ইতিমধ্যেই বেশ সাড়া ফেলে দিয়েছিল স্যামসাং। এবছর আরও একটি নতুন চমক নিয়ে  আসছে এই কোরিয়ান সংস্থা। এবছর বাজারে আসছে এমন এক ফোন যার স্ক্রিনটি সহজেই মুড়ে ফেলা যাবে বা ফোল্ড করা যাবে। ২০১৬-র শেষার্ধে এই ফোল্ডেবল ফোন বাজারে আসছে বলে শোনা যাচ্ছে। যদিও সংস্থার তরফ থেকে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

নতুন এই ফোনে অনেক ছোট সাইজেও মিলবে বড় স্ক্রিন। স্যামসাং না জানালেও এইচএসবিসি ব্যাংকের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খুব শীঘ্রই বাজারে আসছে নতুন এই প্রযুক্তি। জানা গেছে স্যামসাং-ই প্রথম এই টেকনোলজি ব্যবহার করতে চলেছে। আর এই ফোন বাজারে এলে সংস্থার স্মার্টফোনের ব্যবসায় ব্যাপক প্রভাব পড়বে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। তাই বাজারে ঘুরে দাঁড়াতে যত দ্রুত সম্ভব এই ফোন বাজারে আনছে স্যামসাং। এই প্রডাক্ট বাজারে আনলে একই সঙ্গে স্মার্টফোন আর ট্যাবের বাজার ধরতে পারবে তারা।

এর আগেও বাজারে ইউনিক ফিচার এনে তাক লাগিবে দিয়েছে স্যামসাং। যদিও অনেক সময় তাতেও বাজার পড়ে গিয়েছে। যেমন বড় সাইজের ফোন দিয়ে বাজার ধরেছিল স্যামসাং। কিন্তু আইফোন ৬ বড় ফোন এনে সেই বাজার ধরে নিয়েছে। অন্যদিকে, Samsung the S6 ও  S6 Edge দুটি প্রডাক্ট বাজারে আসে। দ্বিতীয়টি অপেক্ষাকৃত দামি ছিল। কিন্তু S6 Edge-এর তিনদিকে স্ক্রিন হওয়ায় সেটা কিনতেই বেশি হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। কিন্তু কম উৎপাদন করায় চাহিদা পূরণ করতে পারেনি সংস্থা।