English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৬ ১৯:৪৯

৪৮৭টি উপজেলায় টেলিমেডিসিন সেবা চালু হচ্ছে: পলক

নিজস্ব প্রতিবেদক
৪৮৭টি উপজেলায় টেলিমেডিসিন সেবা চালু হচ্ছে: পলক

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের ৪৮৭টি উপজেলায় আইসিটি বিভাগের অধীনে টেলিমেডিসিন সেবা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার সকাল সাড়ে ৯টায় নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিনের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। এরপর তিনি হাসপাতালে চিকিৎসাধীন ও চিকিৎসা নিতে আসা রোগীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন

পলক বলেন, তৃণমূলের দরিদ্র রোগীরা যেন টেলিকনফারেন্সের মাধ্যমে ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে কথা বলে পরামর্শ গ্রহন করতে পারে সেজন্য সরকার এমন উদ্দ্যোগ নিয়েছেন। পাশাপাশি হাসপাতালের পরিবেশ সুষ্ঠু-সুন্দর এবং পরিচ্ছন্ন রাখার জন্য রোগী এবং রোগীদের অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জেন ডা. ফেরদৌস নিলুফার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার হেনরী কুবী, পৌরসভার নব-নির্বাচিত মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুথ ।