English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৬ ১৬:১০

রোবট উঠতে পারবে দেয়াল বেয়ে !

অনলাইন ডেস্ক
রোবট উঠতে পারবে দেয়াল বেয়ে !

যেখানে সাংবাদিকরা সব পরিস্থিতিতে যেতে পারেন না সেখানে যেতে পারবে রোবট। যেকোন ধরনের খাঁড়া দেয়াল বেয়ে উঠতে পারবে সে। সংগ্রহ করে আনবে তথ্য।  পৃথিবীর বৃহত্তম যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক গণমাধ্যম সংস্থা ডিজনি আগেই ঘোষণা দিয়েছিল এমন কিছু করবে। তাদের স্বপ্ন এবং কর্মপরিধিকে এক অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এমন একটি রোবট তৈরির কথা বলেছিল যা দেয়াল বেয়ে উপরে উঠতে পারবে। ডিজনির সেই ঘোষণার তাদের সহযোগী হয় সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজির একদল গবেষক। তারা এমন একটি রোবট তৈরি করে যেটি পৃথিবীর যেকোন দেয়াল বেয়ে তরতর করে উঠে যেতে পারে! রোবটটির নাম রাখা হয়েছে “ভার্টিগো”। নমনীয় পদার্থের তৈরি এই রোবট সমতল থেকে খাঁড়া ঊর্ধ্বমূখী উঠার সময় নিজের দক্ষতার রুপান্তর ঘটাতে পারে। এর পেছনদিকে দুটি প্রপেলার লাগানো আছে যেগুলি রোবটটিকে ঊর্ধ্বমূখী বল প্রয়োগ করে। সামনে কি আছে, দেয়ালের উচ্চতা কতটুকু সেটা বোঝার জন্য রোবটটির সামনে একটি সেন্সর লাগানো আছে। রোবটটির সাথে যুক্ত আছে শক্তিশালী ক্যামেরা। সে নি:শব্দে দেয়াল বেয়ে উপরে খবর সংগ্রহ করতে পারে। নিচের ভিডিওটিতে “ভার্টিগো’ রোবটটির কান্ডকারখানা নিজের চোখেই দেখে নিন ।