English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৬ ১৯:৫৩

টুইটারে লেখা যাবে দশ হাজার শব্দ

অনলাইন ডেস্ক
টুইটারে লেখা যাবে দশ হাজার শব্দ
ফাইল ছবি

টুইটারে লেখার ক্ষেত্রে ওয়ার্ড লিমিট বাড়াতে চলেছে  টুইটার। ১০ হাজার পর্যন্ত ওয়ার্ড পোস্টে লেখা যাবে। বর্তমানে টুইটারে ১৪০টির বেশি ওয়ার্ড লেখা যায় না। একটি সূত্র থেকে জানা গেছে, চলতি বছরের শুরুতে নতুন এই ফিচারটি চালু করতে পারে টুইটার। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ জানা যায়নি। ১৪০টির বেশি ওয়ার্ড রয়েছে এমন এক স্ক্রিনশট পোস্ট করেছেন টুইটার প্রধান জ্যাক ডরসি। সেখানে তিনি বলেন, টুইটারে মানুষকে আরও বেশি সুযোগ করে দিতে আমরা মোটেও সঙ্কোচবোধ করব না।

ডরসির তত্ত্বাবধনে বর্তমানে টুইটারে বেশকিছু ফিচার পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ২০১৫ সালে টুইটারের চাহিদা ছিল সবচেয়ে ধীর গতিতে। এ বছর সাইটটির জনপ্রিয়তা বাড়ানোর জন্য এ ধরণের উদ্যোগ নেওয়া শুরু হয়েছে।