কেমন বেতন দেয় ফেসবুক?

স্যোশাল মিডিয়ার রাজা ফেসবুকে চাকরি করেন সবমিলে ১১,৯৯৬ জন। তাদের একজন হয়ে সিলিকন ভ্যালির হার্ট অফ সিটিতে বসে ফেসবুক চাকরি করার স্বপ্ন হয়ত অনেকই দেখেন।বলাবাহুল্য যে, বিশ্বের একনম্বর জনপ্রিয় কোম্পানির জব স্টাইল অন্য পাঁচটা কোম্পানির থেকে আলাদা। নিশ্চয়ই জানতে ইচ্ছে করে যারা ফেসবুকে চাকরি করে মাসের শেষে জাকারবার্গ তাদের কত মাইনে দেয়। তবে জানিয়ে দেই।
জব পোর্টাল ‘গ্ল্যাসডোর’ ফেসবুকের বিভিন্ন পদের বেতন তালিকা প্রকাশ করে থাকে। তাদের বেতন তালিকা দেখে সাধারণ চাকরিজীবীরা ভিরমি খেতে পারেন। আরও অবাক হবেন যখন জানবেন যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বার্ষিক বেতন মাত্র ১ ডলার! ফেসবুকে তাঁর ব্যক্তিগত শেয়ার রয়েছে ২৮ শতাংশ। এই মহান মানুষটি ইতোমধ্যেই ফেসবুকের প্রায় সমস্ত অর্থ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যায় করার ঘোষণা দিয়েছেন।
এবার ফেসবুকের সর্বোচ্চ ১৫ টি পদের বেসিক বেতন ও বোনাস নিয়ে বাৎসরিক বেতন তালিকায় চোখ বুলিয়ে নিন।
০১. ইঞ্জিনিয়ারিং ম্যানেজার: ২ কোটি ৩৩ লক্ষ ৫০ হাজার টাকা
০২. সফটওয়্যার ইঞ্জিনিয়ার (৫): ১ কোটি ৫৯ লক্ষ টাকা ০৩. সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার: ১ কোটি ২৯ লক্ষ ৭৬ হাজার টাকা
০৪. সফটওয়্যার ইঞ্জিনিয়ার (৪):১ কোটা ২৮ লক্ষ ৯১ হাজার টাকা
০৫. প্রোডাক্ট ম্যানেজার :১ কোটি ১৯ লক্ষ ৬৫ হাজার টাকা
০৬. ডাটা সাইনটিস্ট : ১ কোটি ১৪ লক্ষ ২ হাজার টাকা ০৭. সফটওয়্যার ইঞ্জিনিয়ার : ১ কোটি ১২ লক্ষ ৫৮ হাজার টাকা ০৮. টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার :১ কোটি ৭ লক্ষ ৭৯ হাজার টাকা ০৯. রিসার্ট সাইনটিস্ট : ১ কোটি ৬ লক্ষ ২ হাজার টাকা ১০. সফটওয়্যার ইঞ্জিনিয়ার (৩): ১ কোটি ৫ লক্ষ ২ হাজার টাকা ১১. নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার : ৯৮ লক্ষ ৩২ হাজার টাকা ১২. ডাটা ইঞ্জিনিয়ার : ৯০ লক্ষ ২১ হাজার টাকা ১৩. ইউজার ইন্টারফেস ইঞ্জিনিয়ার: ৯০ লক্ষ ৬ হাজার টাকা ১৪. প্রোডাকশন ইঞ্জিনিয়ার : ৮১ লক্ষ ৩৬ হাজার টাকা ১৫. প্রোডাক্ট এনালিস্ট : ৭২ লক্ষ ৯৭ হাজার টাকা