English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৬ ২০:০০

এসে গেছে পরকীয়ার ফ্রি অ্যাপ !

নিজস্ব প্রতিবেদক
এসে গেছে পরকীয়ার ফ্রি অ্যাপ !

যারা পরকীয়া করছেন তাদের সহযোগিতা করতে এসে গেছে ফ্রি অ্যাপ। নতুন এই অ্যাপ সুইচ (Swytch) -এর সাহায্যে একই স্মার্টফোনে এক সঙ্গে ৫ টি নাম্ভার ব্যবহার করা যাবে। এই অ্যাপের কো-ফাউন্ডার ও সিইও ক্রিস মাইকেল জানান, এই অ্যাপ লঞ্চ করার সময় পরকীয়া, ফ্লাটিং-এর কথা মাথায় রাখা হয়েছিলো। কয়েক বছর আগে পে অ্যাজ ইউ গো সিম কার্ডের সাহায্যে ফ্লার্ট করা অনেক সহজ হয়েছিলো।