English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৬ ১৬:৪৬

দীর্ঘস্থায়ী ব্যাটারির স্মার্টফোন আনছে আসুস

অনলাইন ডেস্ক
দীর্ঘস্থায়ী ব্যাটারির স্মার্টফোন আনছে আসুস

বাজারে আসতে চলেছে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুসের জেনফোন সিরিজের উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির স্মার্টফোন। এন্ড্রয়েড ৫.০ ললিপপ সংস্করণের মডেলটির নাম দেয়া হয়েছে ‘জেনফোন ম্যাক্স’। ২০১৫-র আগষ্টে আসুস ফোনটির কথা অফিসিয়ালি জানায়। এখনই ফোনটির প্রি-অর্ডার নেওয়া শুরু হয়ে গিয়েছে। ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে। যা দীর্ঘসময় পাওয়ার ব্যাকআপ দিবে। ফোনটিতে আরও থাকছে গরিলা গ্লাস ৪ যুক্ত ৭২০ পিক্সেল রেজুলিউশান ৫.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে,  ১.২ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর এবং সঙ্গে স্ন্যাপড্রাগন ৪১০ চিপসেট। ডুয়েল সিম সুবিধাযুক্ত ফোনটিতে আরও আছে ২ গিগাবাইট র‍্যাম এবং ১৬ গিগাবাইট বিল্ট-ইন স্টোরেজ। এর ক্যামেরা ফিচারটিও বেশ উ্ন্নত। জেনফোন ম্যাক্সে ব্যাক ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। এতে যুক্ত রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ এবং লেজার অটোফোকাস। সেলফি তোলার জন্য রয়েছে ৮৫ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে

ফোনটির মূল্য ধরা হয়েছে ১৫০ ডলার।ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ১১ হাজার ৮০২ টাকা। ১৪ জানুয়ারি থেকে ফোনটি বাজারে পাওয়া যাবে।