English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৬ ১৪:৩৭

পাঁচ’শ টাকার বেশি রিচার্জ নয় :বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক
পাঁচ’শ টাকার বেশি রিচার্জ নয় :বিটিআরসি

মুঠোফোন প্রিপেইড গ্রাহকদের দৈনিক সর্বোচ্চ রিচার্জ সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পাশাপাশি নির্ধারণ করেছেন ব্যালান্স ট্রান্সফার সীমা।  এই নিদেশর্না অনুসারে পাঁচশত টাকার বেশি রিচার্জের  করা যাবে না। এবং প্রতি মাসে ব্যালান্স ট্রান্সফার হবে সর্বোচ্চ এক হাজার টাকা।

গতকাল দেশের সব মুঠোফোন অপারেটরকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে কমিশন।

কমিশনের পরিচালক (সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস) লে. কর্নেল মোহাম্মদ জুলফিকার স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, প্রিপেইড গ্রাহক  মুঠোফোনে সর্বোচ্চ ৫ হাজার টাকার ব্যালান্স রাখতে পারবেন। আর একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৫০০ টাকা রিচার্জ করতে পারবেন। আবার ব্যালান্স ট্রান্সফারের ক্ষেত্রে এ সীমা প্রতি মাসে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে একদিনে এটি সর্বোচ্চ ৩০০ টাকা হবে। তবে পোস্ট পেইড গ্রাহকদের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য হবে না।

এর আগে ২০০৮ সালে একই ধরনের এক নির্দেশনায় প্রতিবার রিচার্জের সর্বোচ্চ সীমা ১ হাজার টাকা নির্ধারণ করা হয়। তবে সময়ের বিষয়টি উল্লেখ করা ছিল না এতে। এছাড়া ব্যালান্স ট্রান্সফারের সীমা আগেও প্রতি মাসে ১ হাজার টাকা নির্ধারিত ছিল। সেক্ষেত্রে প্রতিদিন সর্বোচ্চ ১০০ টাকা ব্যালান্স ট্রান্সফারের সুযোগ ছিল।