English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮

দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার

নিজস্ব প্রতিবেদক
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার

দুর্বার রাজশাহী বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলে এবারের আসরে নতুন দল। তরুণদের প্রধান্য দিয়ে গড়া স্কোয়াড বানিয়ে অনেক দূর পাড়ি দেয়ার স্বপ্ন দেখছে তারা। ক্রিকেটারদের সেরাটা বের করে আনতে এবার সহকারী কোচ হিসেবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রাও ইফতিখার আনজুমকে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবিতে কাজ করার অভিজ্ঞতা আছে ইফতিখারের। গত বছরের ডিসেম্বরে তৎকালীন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের পরামর্শক হিসেবে কামরান আকমল ও সালমান বাটের সঙ্গে তাকেও নিয়োগ দিয়েছিল পিসিবি।

তাছাড়া পিসিবিতে নির্বাচক হিসেবে কাজ করেছেন ইফতিখার। শহীদ আফ্রিদির অন্তবর্তীকালিন নির্বাচক প্যানেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে ছিলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারও।

ক্রিকেট ক্যারিয়ার শেষে পিসিবির হাই পারফরম্যান্স দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন রাও ইফতিখার।

এবারের বিপিএলের পর্দা উঠছে আগামী ৩০ ডিসেম্বর। প্রথম দিনই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামতে চলেছে তারা।

এরই মধ্যে বিপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলটি।