English Version
আপডেট : ২১ জুন, ২০২৪ ০০:৫৮

ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ, ৫ ম্যাচের সময়সূচি ঘোষণা

অনলাইন ডেস্ক
ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ, ৫ ম্যাচের সময়সূচি ঘোষণা

পাঁচ বছর পর ভারত সফর করবে বাংলাদেশ দল। ২০১৯ সালের মতো এবারের সফরেও আছে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠেয় এই সফরের সূচি চূড়ান্ত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। 

যেখানে ভারতের ভিন্ন পাঁচটি ভেন্যুতে এই পাঁচটি ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসরা।

লাল বলের ক্রিকেট দিয়ে শুরু হবে মাঠের লড়াই। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টটি শুরু হবে। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এই ম্যাচের ভেন্যু কানপুর।

সফরের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৬, ৯ এবং ১২ অক্টোবর। এই তিন ম্যাচের ভেন্যু ধর্মশালা, দিল্লি ও হায়দরাবাদ। আজ বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে এ সূচি ঘোষণা করেছে।

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সিরিজের সূচি-

১ম টেস্ট, ১৯ সেপ্টেম্বর–২৩ সেপ্টেম্বর, চেন্নাই। ২য় টেস্ট, ২৭ সেপ্টেম্বর–১ অক্টোবর, কানপুর।

১ম টি–টোয়েন্টি, ৬ অক্টোবর। ধর্মশালা, ২য় টি–টোয়েন্টি, ৯ অক্টোবর, দিল্লি। ৩য় টি–টোয়েন্টি, ১২ অক্টোবর, হায়দরাবাদ।