English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০২৩ ১৮:২৩

যুক্তরাষ্ট্রকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক বাংলাদেশের

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক বাংলাদেশের

অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে আগেই সুপার সিক্স নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। এবার যুক্তরাষ্ট্রকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূরণ করলো বাংলাদেশের মেয়েরা।

সেই সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়নও হলো তারা।নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৩ রান তুলতে সক্ষম হয় যুক্তরাষ্ট্রের মেয়েরা। জবাবে ১৭.৩ ওভারেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

মামুলি লক্ষ্য তাড়ায় নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২১ রানেই বিদায় নেন দুই ওপেনার আফিয়া প্রত্যাশা ও সুমাইয়া আক্তার। তবে স্বর্ণা আক্তার (২২) ও দিলারা আক্তার (১৭) মিলে সেই ধাক্কা সামাল দেন। অল্প লক্ষ্য হওয়ায় তাড়াহুড়ো করেননি তারা।